আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
184 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (58 points)
আচ্ছালামু আ'লাইকুম,
১. অনেকে বলে কাদিয়ানী পণ্য বয়কট করার আগে কাফেরদের পণ্য বয়কট করো, কেন তাদের তৈরি টেকনোলজি ব্যবহার করো ইত্যাদি বিভিন্ন যুক্তি.... এটার উত্তর টা যদি বিস্তারিত বলতেন।

২. https://photos.app.goo.gl/wVyzLBEj7ifhzaHS7 এই ছবিতে যাকাত এর হিসাব ক্যারেট এ দেওয়া আছে। আমরা হিসাব শিখেছি ভরিতে। তো ক্যারেট হিসাব কিভাবে বের করবো? আর ক্যারেট এর ভিতরে ৩টা ভাগ করা। সর্ণ, রূপা আবার সনাতন হিসাব দেওয়া। তো যাকাতের হিসাব ট কিভাবে হবে, নমুনা হিসেবে কিছু উদাহরণ দিতে পারেন।

৩. কারো আগে দ্বীনের বুঝ ছিল না, তাই হয়তো হারাম খাদ্য খেয়ে ফেলছে বা কেউ দ্বীনের বুঝ পাওয়ার পর এমন সাথীদের সাথে চলাফেরা ছিল, যাদের ইনকাম ১০০% হারাম নির্ভর। তাদের সাথে খাওয়া দাওয়া, ঘুরাঘুরি হতো। এখন তওবার মাধ্যম কি খাবার তো তার শরীরের সাথে মিশে গেছে?
৪. https://ifatwa.info/48320/ এই প্রশ্ন উত্তর কি হাইড করাই থাকবে নাকি এখনো সংযোজন হচ্ছে। বা ভুলে গেলে স্মরণ করানোর জন্য এইখানে আবার লিখা।

1 Answer

0 votes
by (585,180 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কাদিয়ানী বা কাফির সবার পণ্যই বয়কট করা উচিৎ। প্রশ্ন হল, বয়কট করার পর আপনি কি ব্যবহার করবেন? বিকল্প ব্যবস্থা আপনার কাছে কি আছে প্রয়োজন পূর্ণ করার মত। তাই জরুরতের ভিত্তিতে সকল প্রকার কম্পানির পণ্য ব্যবহার আমাদের জন্য বৈধ। হ্যা, উত্তম হল, মুসলামন মালিকানাধীন পণ্যকে ব্যবহার করা।

(২)
যাকাত কার উপর ফরয হবে?  কতটুকু সম্পদ থাকলে যাকাত ফরয হবে, সেটাতো মূলত ওজন পরিমাপক পদ্ধতি দ্বারা অর্থাৎ ভড়ি বা গ্রাম দ্বারাই নির্ধারণ হবে। ৭.৫ ভড়ি স্বর্ণ বা ৫২.৫ ভড়ি রূপা কারো আয়ত্বে এক বৎসর থাকলেই কেবল তার উপর যাকাত ফরয হবে।

উক্ত সম্পদের উপর কত টাকা যাকাত আসবে?
সেটাতো বিক্রয় মূল্যর উপর আসবে। এখন স্বর্ণ কয়েক  প্রকারের হতে পারে ২৪ক্যারেট,২২ ক্যারেট ২১ ক্যারেট কিংবা সনাতন স্বর্ণ। এই প্রকারান্তে মূল্যেও ভিন্নতা চলে আসবে। সুতরাং দু'টি বিষয় পরিস্কার।আপনি যেটা উল্লেখ করেছেন, সেটাতো বিক্রয় মূল্য নিয়ে আলোচনা।

(৩)
যেই পরিমাণ হারাম খাবার খাওয়া হয়েছে, সেই পরিমাণ টাকা সদকাহ করতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1900

(৪)
আসল কথা হচ্ছে, নির্ভর্যোগ্য সোর্সকে খুজছিলাম।খুজতে খুজতে এই আজ.....। জ্বী, আপনার এইপ্রশ্নের জবাব অচিরেই দেয়া হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (585,180 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...