আসসালামু আলাইকুম উস্তায, আমার এক দ্বীনি বোনের প্রশ্ন এটি-
"আমি কাপল সেট সেল করি।(শাড়ি ও পাঞ্জাবি)
আমার নিয়্যাত,আমার রব জানেন। প্রশ্ন আসে আমি যে কাপল সেট সেল করি এগুলো গার্লফ্রেন্ড ববয়ফ্রেন্ড রা পরিধান করলে আমার কি গুনাহে জারিয়াহ হয়ে যাবে না বা এতে কি আমার পাপ হচ্ছে না বা আমি যে এত এত থ্রি পিস সেল করি এগুলো পরে যদি কোন বোন নন-মাহরামদের সামনে সেজেগুজে ঘুরে বেড়ায় আমার কি গুনাহে জারিয়াহ হওয়ার ভয় নেই? অথবা এভাবে কি বিজনেস টা হালাল হচ্ছে?
আমার নিয়্যাতঃ আমার প্রিয় বোনেরা তাদের হাসবেন্ড এর সাথে ম্যাচিং করে শাড়ি পরে তাদেরকে দেখাবে,সুন্দর সুন্দর থ্রি পিস পরে মাহরামদের সামনে সেজেগুজে ঘুরে বেড়াবে,কেউ মা-বাবাকে হাদিয়া দিবে,কেউ তার বোন_বোন জামাইকে হাদিয়া দিবে, কেউ তার ভাই_ভাবিকে। আমি হালাল সম্পর্কগুলোর জন্যই মূলত শাড়ি ও পাঞ্জাবি কাপল সেট করে থাকি।আর আমার থ্রি পিসগুলো বেশিরভাগ ই সুতি আরামদায়ক বাসায় পড়ার জন্য। আর উক্ত আয় থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করি আল্লাহর সন্তুষ্টির আশায় আমার পরিবারের দায়িত্ব নিয়েছি,মা-বাবা-ভাই এর জন্য খরচ করি।
এখন আমার কথা হচ্ছে থ্রি পিস আর ৫ জন ও তো সেল করতেছে। বাংলাদেশ এ থ্রি পিস বা শাড়ির দোকানের তো অভাব নেই!
এখন এগুলো হারাম রিলেশনে জড়িয়ে থাকা ভাই-বোনেরা নিলে আমি কি করতে পারি সেক্ষেত্রে? আমি কি তাদেরকে ধরে ধরে নিষেধ করতে পারবো?কেউ ডিরেক্ট বলে আমি আমার জিএফকে গিফট দিবো,কেউ ডিরেক্ট বলে বিএফকে গিফট দিবো,কেউ বলে হাব্বি কে গিফট দিবো বার্থডেতে,কেউ বলে এনিভার্সিরি তে পরবো দুজনে,কেউ শাড়ি চায় বিয়ের অনুষ্ঠান এ গায়ে হলুদে পরে নাচবে,আবার কেউ বাবা-মায়ের জন্মদিন এ গিফট দেবার জন্য, হিন্দু বা অন্য ধর্মের ভাইবোনেরা তাদের বিভিন্ন অনুষ্ঠানের কথা উল্লেখ করে নিতে চায় শাড়ি-পাঞ্জাবি।
এখন আমার পক্ষে কি সম্ভব কার নিয়্যাত কি তা জেনে জেনে সেল করা?কে কোন নিয়্যাতে এ নিচ্ছে সেটা তো আমাকে না বললে আমার জানার ও কথা না।
পর্দার পোষাক পরিধান করেও অনেকে নন-মাহরামদের সাথে ঘুরে বেড়ায়,তাদের ও ছেলে ফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে পর্দা সামগ্রী সেলকারী বোনের/ভাইয়ের কি গুনাহ হতে পারে? আমার মনে হয় পারে না কারণ আমার সেই বোনের /ভাইয়ের নিয়্যাত সম্পর্কে আমার রব জানেন,তারা(সবাইনা)মানুষকে শালীনভাবে চলতে দেখতে চান,রবের ফরজ বিধান মেনে চলতে সাহায্য করতে চান তাই তারা পর্দা সামগ্রী নিয়ে কাজ করেন। কিন্তু এখন সেই পর্দা সামগ্রী পরিধান করে যদি কোন বোন নন-মাহরাম এর সাথে ঘুরে এতে কি আমার সেলার বোনের/ভাইয়ের গুনাহ হবে? তার নিয়্যাত তো এটা নয়,তিনি চান-না এসব হোক।
(আমিসহ সবাই যদি থ্রি পিস/শাড়ি-পাঞ্জাবি সেল করা বন্ধ করে দেয় আমরা বাসায় পড়ার জন্যও তো ড্রেস খুজে পাবো না)
এখানে কি আমার বা সেই পর্দা সামগ্রী সেল করা ভাই/বোনেদের বিজনেস এ গুনাহে জারিয়াহ হওয়ার কিছু আছে অথবা এই বিজনেস কি হালাল হবে না?উক্ত উপার্জন কি হালাল নয়? আমি হানাফি মাযহাব মতে জানতে চাচ্ছি"