আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
122 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (7 points)
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারারাতুহ ওস্তাদ ।
১. ইসলামিক নিয়মে ব্যবসা করার জন্য জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন বই গুলো পড়া যেতে পারে ?

২।কেউ যদি কুরবানি দেওয়ার ক্ষেত্রে নিজের আপন ভাইদের কে রেখে তার পছন্দ অনুযায়ি মানুষ দিয়ে পশু কেনায় ও তার সাথে কুরবানি দেয় ( কারন তার ভাইদের কাছে দায়িত্ব দিলে তারা পশু কেনা থেকে শুরু করে মাংষ বন্টনে অনিয়ম করে ) এ কাজে যদি তার ভায়েরা প্রচন্ড অসন্তোষ প্রকাশ করে তাতে কি কুরবানিদাতার কোন গুনাহ হবে ?

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
★বেচা কেনার জায়েজ ও নাজায়েজ পদ্ধতি।
শাইখুল ইসলাম মুফতী মুহায়াদ তাকী উসমানী দাঃবাঃ

★ইসলাম ও আধুনিক অর্থ ব্যবস্থা। 
শাইখুল ইসলাম মুফতী মুহায়াদ তাকী উসমানী দাঃবাঃ

★ব্যবসা বাণিজ্যের ফাযায়িল ও মাসায়েল।
শাইখুল ইসলাম মুফতী মুহায়াদ তাকী উসমানী দাঃবাঃ

★ইসলাম ও আমাদের জীবনঃ৩ 
ইসলামী মু'আমালাত। 
শাইখুল ইসলাম মুফতী মুহায়াদ তাকী উসমানী দাঃবাঃ

★ইসলাম আওর জাদীদ মায়ীশত ওয়া তিজারত।
শাইখুল ইসলাম মুফতী মুহায়াদ তাকী উসমানী দাঃবাঃ

★ইসলামের ব্যবসায় ও বাণিজ্য আইন ১.২.৩.৪
মাওলানা মুহাম্মাদ যুবায়ের।
মু, ফরিদ উদ্দীন আহমাদ।

★ব্যবসা বাণিজ্য ও সূদ ঘুষ।
শায়েখ হযরত মাওলানা ইমামুদ্দিন মোঃ ত্বহা। 

★ব্যাংকিং ও আধুনিক ব্যবসা বাণিজ্যের ইসলামী রুপরেখা।
ড, মাওলানা ইমরান আশরাফ উসমানী।


(০২)
কুরবানী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

قل ان صلاتى ونسكى ومحياى ومماتى لله رب العالمين.

 (তরজমা) (হে রাসূল!) আপনি বলুন, আমার নামায, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ (অর্থাৎ আমার সবকিছু) আল্লাহ রাববুল আলামীনের জন্য উৎসর্গিত। (সূরা আনআম : ১৬২)


আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন-
لن ينال الله لحومها ولا دمائها ولكن يناله التقوى منكم
 (তরজমা) (মনে রেখো, কুরবানীর জন্তুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই  পৌঁছে না; বরং তাঁর কাছে কেবলমাত্র তোমাদের পরহেযগারিই পৌঁছে। (সূরা হজ্ব : ৩৭)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে কুরবানী দাতার ভাইয়েরা যদি প্রচন্ড অসন্তোষ প্রকাশ করে তাতে কুরবানিদাতার কোন গুনাহ হবেনা।

কুরবানী তো ভাইয়ের সন্তুষ্টি অর্জনের জন্য নয়,এটি শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।
সুতরাং ভাইয়েরা অসন্তোষ প্রকাশ করলে তাতে কুরবানী দাতার কোনো গুনাহ হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...