আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,,,,,,,
আমার মামার ডিসের ব্যবসা + ওয়াইফাই এর ব্যবসা আছে।তার কোনটার ইনকাম বেশি আমি জানি না।যেহেতু ডিসের ব্যবসা হারাম আর ওয়াইফাই এর ব্যবসা হালাল।
তাছাড়া এই ব্যবসায় আমার আব্বুর ও পার্সেন্টিজ আছে সেটা ডিসের ব্যবসায় কিন্তু আব্বু অইটা নেয় না।মানে সে বলসে আমার খালারা আমরা বাসায় গেলে যেন আপ্যায়ন করে কাটে।তাছাড়া তার কাছে আমার আব্বুর অনেক টাকা পড়ে আছে সেইগুলাও দেয় না।এখন মামা আলাদা থাকে নানু নানুর বাসায় থাকে।নানুরে মাসে মাসে টাকা দেয়।তাছাড়া নানুরে অনেকেই কিছু কিছু হাদিয়া দেয়।অনার ভাতিজিরা ভাতিজারা ভাইয়েরা। আর তার ঘড় ভাড়াও আছে একটা।এখন নানুর খাবারে কতটুকু হালাল হারাম এর মিশ্রন আছে আমি জানি না, মানে হালাল আর হারাম এর কোনটার পরিমান বেশি।নানুর বাসায় গিয় খাবার খেলে কি সেটা জায়েজ হবে?
আর মামার বাসায় গিয়ে খাওয়া জায়েজ হবে কি?
তার ইনকামের হালাল আর হারামের কোনটার বেশি আধিক্য আমি জানি না।বা আমি কি আমার বাবার অংশের হিসাব করে তার বাড়ির খাবার খেতে পারবো?