আমার পরিচিত দ্বীনি বোনের পক্ষ থেকে পোস্ট করছি।হেল্প করবেন।
আমার সমস্যাটা অনেক পুরনো। আর সহ্য করতে না পেরেই লিখছি। সাহায্য করুন।
আমাদের বিয়ে হয়েছে ১ বছর। কাজি অফিসে যেয়ে বিয়ে। বাবা মা গ্র‍্যাজুয়েশনের পর বিয়ে দিবেন। আরো ৩ বছর পর। পবিত্র থাকার জন্য তাই এভাবে বিয়ে করেছি। কিন্তু এখন স্বামী আমাকে কথায় কথায় ডিভোর্স দিতে চায়। বাবা-মা তুলে কথা বলে। আমাকে বলে,আমার বাবা মুসলমানের জাতেই পড়ে না। অথচ আমার বাবা রোজা,সালাত,পর্দা নিয়ে সবসময় সাপোর্ট করেছে।
আমি শপথ করে বলতে পারি,আমি কোনোদিন উনার সাথে উচুস্বরে একটা কথাও বলিনি। আমার ভুল না থাকলেও আমি বলি আমার ভুল হয়েছে। মাফ চেয়ে নিই। তাতেও কোন লাভ হয়না। উনি যেকোন মূল্যে আমাকে ডিভোর্স দিতে ব্যস্ত। আমি উনাকে মাসনা করানোর ব্যাপারেও রাজি আছি,তাও উনি আমাকে ডিভোর্স দিতে চান।
কিন্তু আমি উনাকে ডিভোর্স দিতে পারব না। আমি উনাকে প্রচন্ড ভালোবাসি। এসব অশান্তি আমার আর সহ্য হচ্ছেনা। কাউকে কিছু বলতে পারিনা। কেঁদেও কষ্ট না কমলে নিজেকে আঁচড়ে-কামড়ে দেই। আমি অসুস্থ হয়ে যাচ্ছি।
আমি নামাজ পড়ি,দুয়া করি। আরো কি কি করলে আমি সব কষ্ট সহ্য করতে পারব? আমি উনাকে ছাড়তে চাইনা।