অনেকদিন ধরে ভাবছি ফোন বিক্রি করে দিবো ফোন আর ভালো লাগে না তাই ইস্তেখারা করেছিলাম যে ফোনটা বিক্রি করা কল্যাণের নাকি না বিক্রি করা আল্লাহ যেনো একটু পথ দেখান। আবার এতোদূর যাবে ঠিকমতো সব হবে কি নাহ।
আমি স্বপ্নে দেখছি,একটা মেয়ে নাচতেছে একা একা তার পরনে খুব অল্পই কাপড় সম্ভবত ছিলো,আমিও দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়, হঠাৎ মনে পড়ছে এগুলা তো হারাম, এরপর ওইখান থেকে চলে আসছি।।
এইটা কি বুঝায়? ফোনটা বিক্রি করাই কি কল্যাণকর নাকি অকল্যাণকর?