১. জাওয়াল ওয়াক্ত কাকে বলে? এই সময় কি নামাজ পড়া হারাম?
২. এই বছর হজ্জের সময় ১১ জিলহজ্জ এ আমাদের কাফেলা ১২ টা ১০ এর দিকে জামারাতে চলে যায়। এপ অনুযায়ী মীনায় যুহরের ওয়াক্ত হয় ১২ টা ২৭ মিনিটে। পুলিশ আমাদের অপেক্ষা করতে বললেও আমাদের গাইড বলে জাওয়াল ওয়াক্ত হয়ে গেছে, এখন কংকর নিক্ষেপ এ সমস্যা নেই। এরপর পুরো খালি জামারাতে কংকর নিক্ষেপ করা হয়। এই কংকর নিক্ষেপ কি শুদ্ধ হয়েছে?