আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
116 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (42 points)
edited by
) নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা by হযরত মাওলানা ক্বারী বেলায়েত হুসাইন

Ei boi ER tashahuud,dua Madura ityadi sothik uccaron kina ta jante chacchi (2019 ER songskoron)

Kintu ei site e chobi publish korar kono option nei.. Jodi vul print hoye jay boi e? Ejnno jante chacchilam je sohoj arbi diyecye kina

1 Answer

0 votes
by (566,940 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
একটির উত্তর দেয়া হয়েছে।

অপরটিরও জবাব দেয়া হবে,ইনশাআল্লাহ। 

(০২)
আরবি ছাড়া অন্য ভাষায় পবিত্র কোরআনের সঠিক উচ্চারণ অসম্ভব। তাই কোরআনকে অন্য ভাষায় লেখা বা পড়া ওলামায়ে কেরামের ঐকমত্যে নাজায়েজ। এতে কোরআনের শব্দ ও অর্থ বিকৃত করা হয়, যা সম্পূর্ণ হারাম। সুতরাং প্রশ্নে বর্ণিত বাংলা উচ্চারণের কোরআন পড়ার কোনো সুযোগ নেই। 
(আল ইতকান ফি উলুমিল কুরআন, পৃষ্ঠা : ৮৩০)

আয়েশা (রা.) সূত্রে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেন, ‘যারা সহিহ-শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করে, তারা নেককার সম্মানিত ফেরেশতাদের সমতুল্য মর্যাদা পাবে এবং যারা কষ্ট সত্ত্বেও কোরআন সহিহ-শুদ্ধভাবে পড়ার চেষ্টা ও মেহনত চালিয়ে যায়, তাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব।’ (আবু দাউদ, হাদিস : ১৪৫৪)

★কোরআন মাজিদ আল্লাহ তা’আলার কালাম।
আল্লাহ তাআলা তা আরবিতে অবতীর্ণ করেছেন। ইরশাদ হচ্ছে,
‘নিশ্চয় আমি আরবি কোরআন অবতীর্ণ করেছি।’ [সূরা ইউসুফ: ২]

তাই আমাদের জন্য জরুরি হলো আরবিতেই কোরআন মাজিদ তেলাওয়াত করা। বাংলায় উচ্চারণ করা ঠিক নয়।
তাছাড়া আরবিতে এমন কিছু অক্ষর রয়েছে যেগুলোর প্রতিবর্ণ বাংলা ভাষায় নেই।
ফলে সে অক্ষরগুলো উচ্চারণ করার সময় ভুল উচ্চারণ করার কারণে আয়াতের অর্থ বিকৃত হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত বইয়ের বাংলা উচ্চারণ নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন।
আসলে এসব বাংলা উচ্চারণ এর ক্ষেত্রে ভূল হওয়াটাই স্বাভাবিক।
তাই সম্ভবত সেখানে ভূল রয়েছে।

আপনার জন্য উচিত আরবী পড়তে পারা চেষ্টা চালিয়ে যাওয়া,আর কোনো শুদ্ধ পড়নেওয়ালার কাছ হতে তাশাহুদ দরুদ শরীফ ইত্যাদি শিখে নেয়া।

এভাবে বাংলা দেখে না পড়াই উচিত।
কেননা এখান ভূল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 155 views
...