ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কিসের তুলনা? কার সাথে তুলনা? সে টা ইডিট করে দিবেন।এবং কমেন্টে জানিয়ে দিবেন।
(২)
না, এই ভাবে তুলনা করা অযৌক্তিক নয়। দেখেন, আল্লাহ কেনো এক দিক কে লক্ষ্য করে তিনি নিজের সাথে সাথে বাতিল খোদাদেরকেও উল্লেখ করেছেন,
وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ
তোমরা তাদেরকে মন্দ বলো না, যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে। তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশতঃ আল্লাহকে মন্দ বলবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজ কর্ম সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত।( সূরা আন'আম-১০৮)
(৩)
জ্বী, এটা ঠিক আছে।
(৪)
পরিস্থিতি হিসেবে যৌক্তিক হলেও সর্বক্ষেত্রে যৌক্তিক বিবেচনা করা যাবে না।