আসসালামু আলাইকুম,
আমি একদমই চাচ্ছি না আর জেনেরাল লাইন পড়াশোনা করতে, আমি একজন বোন। আর আমার জেনেরাল লাইন পড়াশোনা করতে খুব অসুবিধা হয় যেমন আমকে পর্দা ছাড়ার ব্যাপারে হস্তক্ষেপ করে কলেজ, পড়াশোনাতে প্রচুর শিরকই বিষয় আছে যা গর্বের সাথে পড়াচ্ছে খুব ইমানে লাগে বিষয়টা আর পাঠ্যপুস্তকে যত অন্যায় হয় সব যেন ইসলাম ধর্ম ব্যবসায়ীরাই করে, এভাবে উপস্থাপন করা হয়, এছাড়াও কম্বাইন্ড এডুকেশন, আমার কাছে ফিতনা লাগে।
এই ক্ষেত্রে আমি জেনেরাল লাইন পড়াশোনা ছেড়ে মাদ্রাসায় যেতে কি পারব? নাকি এই প্রতিকূল পরিবেশে লড়াই করব? আমি এই নিয়ে সিদ্ধান্ত হীনতায় ভুগছি। আমাকে যদি উত্তর দিতেন শায়েখ। আর আমআর জন্য কোন অফলাইন মাদ্রাসাটা ভালো হবে, আমি সাভারের ক্যান্টনমেন্টে থাকি
২) আর আমি সাম্প্রতিক এক জায়গায় পোস্ট দেখলাম যে আমরা যে কাটা বা হাড় রেখে দেই খাওয়া শেষে তা যদি বিসমিল্লাহ বলে ফেলে দেই তা নাকি সদকা হয়ে যাবে জীনদের খাবার হিসেবে এইটা কি সহীহ হাদিস?