আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
268 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)

খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করছি। আশা করছি এর ভালো একটা সমাধান পাবো।

আমি এমন এক জায়গায় পড়াশোনা করি, যেখানে ঘনঘন শেভ করা বাধ্যতামূলক, গীরার উপরে প্যান্ট পরা যায়না, খেলাধুলার সময়ে হাফপ্যান্ট পরতে হয়, এছাড়াও আরো অনেক হারাম কাজে জড়িত হতে হয়।

 

আমার বোনও এরকম এক জায়গায় পড়াশোনা করে, যেখানে ওকে প্যান্ট শার্ট পরে ক্লাস করতে হয়, চাইলেও পর্দা করা যায়না,, আরো অনেক হারাম কাজে জড়িত থাকতে হয়।

 

এখন আমাদের করনীয় কি? আমরা কি ওখান থেকে বের হয়ে আসবো?

জিনিসটা মোটামুটি অসম্ভব।  কারন,, আমাদের বাসায় এটা কখনোই মানবে না।

তাছাড়া, মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

 

দয়া করে সঠিক পরামর্শ দিবেন।

 

অগ্রিম জাযাকাল্লাহ খইরান।                      

1 Answer

0 votes
by (709,960 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
আপনার প্রশ্নের জবাব বুঝার পূর্বে দুয়েকটি মাস'আলা ও মূলনীতি বিশেষভাবে লক্ষ্যণীয়।

প্রথমত শিক্ষাগ্রহণ সম্পর্কে ইসলামের বিধান কি?
জবাবে বলা যায়,শিক্ষাগ্রহণ দুই প্রকার,(১)ফরযে আইন, যা ছাড়া দ্বীন ইসলাম পালন করা সম্ভব নয়,ইহাই মূলত ফরযে আইন শিক্ষা।এ শিক্ষা গ্রহণ না করলে জবাবদিহিতা করতে হবে।(২)ফরযে কেফায়া শিক্ষা,যাকে আমরা জেনারেল শিক্ষা বলতে পারি।তথা দুনিয়ার নেজামকে বাকী রাখতে যে সব শিক্ষার প্রয়োজন,যেমন কৃষি,চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি শিক্ষা।বিস্তারিত জানুন- 1893

শুধুমাত্র বৈধ ও নেক কাজে মাতাপিতার বিধিনিষেধের অনুসরণ করা ওয়াজিব।অবৈধ কাজে মাতাপিতার বিধিনিষেধের অনুসরণ ওয়াজিব নয়।বরং এক্ষেত্রে গোনাহ হবে।
কেননা রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহিসসালাম বলেছেন,
ﻻ ﻃﺎﻋﺔ ﻓﻲ ﻣﻌﺼﻴﺔ ﺇﻧﻤﺎ ﺍﻟﻄﺎﻋﺔ ﻓﻲ ﺍﻟﻤﻌﺮﻭﻑ
গোনাহের কাজে কারো অনুসরণ করা যাবে না,অনুসরণ একমাত্র নেককাজ সমূহেই করা যাবে।
(সহীহ বুখারী-৭২৫৭,সহীহ মুসলিম-১৮৪০)

মাতাপিতার বিধিনিষেধকে মান্য করার সাীমারেখা কতটুকু? এ সম্পর্কে জানুন- 1722


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনার জ্ঞানার্জন ফরযে আইন প্রকারের নয়,এবং আপনার বর্ণিত কলেজ পরিস্থিতি অনুযায়ী মাতপিতার বিধিনিষেধের অনুসরণও আপনার ওয়াজিব হবে না। তাই প্রশ্নের বিবরণ অনুযায়ী উক্ত কলেজে লেখা পড়া করা আপনার জন্য এবং আপনার বোনের জন্য কখনো জায়েয হবে না।হয়তো আপনাদেরকে কলেজ বদলাতে হবে,এবং দ্বীন পালনে সহায়ক কোনো কলেজে ভর্তি হতে হবে নতুবা লেখাপড়া ছেড়ে দিতে হবে।আল্লাহ অবশ্যই আপনাদের জন্য এই ত্যাগের বিনিময়ে উত্তমভাবে রিযিকের ব্যবস্থা করবেন।

যদি এমন হয় যে,কলেজ বদলানো বা লেখাপড়া ছেড়ে দেয়া অসম্ভব হয়ে দাড়ায়,বাধ্য হয়ে কলেজে থাকতেই হয়।ডান-বাম সামন-পিছন সকল প্রকার রাস্তা বন্ধ হয়ে।তাহলে আপনি যে ডিপার্টমেন্টে রয়েছেন,সেই জায়গা থেকে ভবিষ্যতে ইসলাম এবং মুসলমানের জন্য কি কি খেদমত করা যায়,একটা পরিকল্পনা করে নিতে পানরন। সেই পরিকল্পনার আলোকে নিজের জীবনকে এগিয়ে নিতে পারেন।তাহলে হয়তো আল্লাহর সামনে একটা উসিলা পেশ করার সুযোগ থাকবে।এবং ভবিষ্যৎ নেক আ'মলের মাধ্যমে হয়তো পূর্বের কৃত গোনাহ সমূহকে মোছন করার সুযোগ তৈরী হতে পারে।তবে এমনটা নিশ্চিত নয়।প্রথমত আপনি সঠিক পথে থাকবেন কি না, সেটা নিশ্চিত নয়।এবং দ্বিতীয়ত আল্লাহ কবুল করবেন কি না, সেটাও নিশ্চিত নয়?

তাই আমাদের পরামর্শ থাকবে,এমন কলেজ বদলিয়ে নেয়া বা লেখাপড়াই ছেড়ে দেয়া।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
Accha,desher baire pora jabe na?dhora jak,Islamer kaaj o apni nijer moto korlen....abar porashunau korlen.....amader Rasul (Sm) to bolechen e..."If you need,you can go to China even for learning purpose."

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...