আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মুহতারাম দুটি প্রশ্ন।
(ঘটনা বর্ণনার স্বার্থে ১ম ২য় ৩য় দিন এভাবে চিহ্নিত করা হল।)
১ম প্রশ্ন
১ম দিন দুপুর বেলা আমি বাসা থেকে বের হচ্ছিলাম একটা লম্বা সফরের জন্য(প্রায় বারোশ কিমি)
বের হবার পর রাস্তায় নতুন পিচ ঢালা দেখে ইচ্ছে করে পায়ের বুড়া আংগুল দিয়ে তাতে ঘষি।পরে ভাবি এটা চামড়ায় অযুতে পানির পৌছাতে ঝামেলা করবে কিনা।একটু দেখি চেক করি(পুরাপুরি চেক করা হয়নি) যে সামান্য কাল দাগ পড়েছে।
এরপর আমি ব্যাপারটা ভুলে যাই,অযু করি নামাজ পড়ি।
এরপর সেইদিন রাতে ফজরের আগে আগে ফরজ গোসল করি।এর মাঝে সেখানে পিচের দাগ ছিল কিনা কতটা ছিল থাকলেও তাতে পানি পৌছেছে কিনা জানিনা।এরপর ২য় দিন ও সমস্ত নামাজ আদায় করি,৩য় দিন যুহরের নামাজ পড়তে যেয়ে তখন হুট করে নামাজের মাঝে মনে হয় যে আমি পিচ এ আংগুল ঘষেছিলাম।এতদিন বিন্দুমাত্র মনে ছিল,এরপর নামাজ শেষ করে আংগুল দেখি সেখানে একটা কালো কিছু একটা,যেটা আংগুল দিয়ে খুটেও যাচ্ছিলনা,পরে দাত লাগিয়ে কামড়ে কিছুটা চামড়া তুলে সেটা তুলতে হয়।(আমি মোটামুটি নিশ্চিত এটা পিচের কিছুনা,কারণ পিচে ঘষার পর আমি ততক্ষণে ৭০০ কিমি ভ্রমণ করেছি,এরমাঝে হাটাহাটিত আছেই।অযুও করেছি।তাই এতকিছুর পর দাগ থাকাত কথানা।আর উক্ত কালোজিনিস পরে কখন লেগেছে জানিনা)
যাইহোক তখন উক্ত কালো জিনিস তুলে তৎক্ষণাৎ পায়ের আংগুল টুকু আবার ধুই,যাতে একটু আগের অযু অসম্পুর্ন থাকলেও সম্পন্ন হয়ে যায়।এরপর উক্ত যুহর নামাজ আবার পড়ে এই প্রশ্ন লিখছি।
আমার মূল প্রশ্ন,সেই পিচে পা ঘষার পর থেকে এখন অব্দি সমস্ত নামাজ/অযু/ফরজ গোসল হয়েছে কিনা।
আমি জাহেল তাই সিদ্ধান্ত নিতে পারছিনা,আমার ঘটনা বর্ণনা করলাম,আপ্নারা কিছু বলুন যাতে সেমতে বুঝতে পারি
২য়প্রশ্ন,
৩য় দিন,একটি আরিচা ঘাটে এসে ফজরের একদম শেষ মুহুর্তে পৌছি,মসজিদের অযু খানা বন্ধ ছিল,পাশে একটু দ্যুরে একটা ট্যাপ পাই,ট্যাপে অযু করি,সেখানকার(বসার জায়গা) টাইলস থেকে পানি পড়ে পাঞ্জাবিতে ছিটকে আসে।আমি এটাকে কিছু মনে না করে নামাজে দাড়াই,তাশাহুদে বসা অবস্ত্যায় খেয়াল হয় টাইলসএ সাদা দাগ ছিল।এরপর নামাজ শেষে চেক করে দেখি হ্যা সাদা দাগ ছিল।আমার পানি ফেলার আগে তা শুকনা ছিল।এটা খুব সম্ভবত পাখির পায়খানার সাদা দাগ। কি পাখি তা স্বাভাবিকভাবেই অজানা।এখন প্রশ্ন উক্ত নামাজ কি হয়েছে কাপড় কি পাক ধরব