জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِىْ ذَرٍّ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «إِخْوَانُكُمْ جَعَلَهُمُ اللّٰهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ جَعَلَ اللّٰهُ أَخَاهُ تَحْتَ يَدَيْهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ وَلَا يُكَلِّفْهُ مِنَ الْعَمَلِ مَا يَغْلِبُه فَإِنْ كَلَّفَه مَا يَغْلِبُه فَلْيُعِنْهُ عَلَيْهِ». رَوَاهُ مُسْلِمٌ
আবূ যার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তারা (দাসগণ) তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনন্থ করে দিয়েছেন। অতঃপর আল্লাহ যখন তার কোনো ভাইকে অধীন করে দেন, সে যেন নিজে যা খায়, তাকেও তাই খাওয়ায়; নিজে যা পরিধান করে, তাকেও তা পরিধান করায়। তাদের সাধ্যাতীত কাজের জন্য যেন চাপপ্রয়োগ না করে। আর একান্তই যদি সাধ্যাতীত কাজে বাধ্য করে, তবে নিজেও যেন তাকে সর্বাত্মকভাবে সাহায্য করে।
(সহীহ : বুখারী ৬০৫০, মুসলিম ১৬৬১, আবূ দাঊদ ৫১৫৮, ইবনু মাজাহ ৩৬৯০, আহমাদ ২১৪৩২, ইরওয়া ২১৭৬, সহীহ আত্ তারগীব ২২৮২।)
★সুতরাং কাজের লোকদের সাথে অন্যায় আচরণ করা যাবেনা।
তাদের সাধ্যাতীত কাজের জন্য যেন চাপপ্রয়োগ করা যাবেনা।
ব্যবহার খারাপ করা যাবেনা।
তাদের পারিশ্রমিক সঠিক সময়ে দিয়ে দিতে হবে।
,
তাদের খাবার ও পোশাক দেয়ার চুক্তি আপনার সাথে থাকলে আপনি যে ধরনের পোশাক পরিধান করেন,যেই ধরনে খাবার আপনি খান,সেই মানের পোশাক,খাবার তাকে দেয়ার চেষ্টা করবেন।
,
তারা যদি বাসায় চুরি বা অসৎ উদ্দেশ্যের কিছু করে তখন তাদেরকে বুঝিয়ে এহেন কাজ হতে বিরত থাকতে বলতে হবে।
প্রয়োজনে তাকে বাদ দিতে পারবেন।
,
যদি চুরি করেই ফেলে,তাহলে তার ক্ষতিপূরণ নিতে পারবেন।
তাকে বাদ দিতে পারবেন।