বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
দুইজন পুরুষ জামাআতে সালাত আদায় করা যাবে।
এক্ষেত্রে সেই মুক্তাদীকে ইমামের ডান পার্শ্বে ইমামের সাথে একই বরাবর দাঁড়াতে হবে।
সামান্য পিছনে দাড়ালে হবে।
তবে একই বরাবর দাড়ানোই নিয়ম।
যদি মুক্তাদি দুই বা তার অধিক হয়,তাহলে ইমামের পিছনের কাতারে দাড়াবে। (ইমাম আর তাদের দাড়ানোর মাঝে এক কাতার সমপরিমাণ দূরত্ব থাকবে,যার মাঝে তারা ঠিকঠাক ভাবে সেজদাহ আদায় করতে পারে।)
আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযি. থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন,
صَلَّيْتُ مَعَ النَّبِيِّ ﷺ ذَاتَ لَيْلَةٍ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ بِرَأْسِي مِنْ وَرَائِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى
একরাতে আমি নবী ﷺ–এর সঙ্গে নামায আদায় করতে গিয়ে তাঁর বামপাশে দাঁড়ালাম। তিনি আমার মাথার পেছনের দিক ধরে তাঁর ডানপাশে নিয়ে এলেন। তারপর নামায আদায় করলেন….। (বুখারী ৬৯০)
‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাছ হতে বর্ণিত, তিনি বলেছেন-
بِتُّ عِنْدَ خَالَتِي، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ، فَقُمْتُ أُصَلِّي مَعَهُ ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ ، فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ.
অর্থ- একদা আমি আমার খালার (উম্মুল মু’মিনীন মাইমূনাহ এর) নিকট রাত্রি যাপন করি। রাছূলুল্লাহ 1 উঠে রাতের সালাত পড়তে লাগলেন, আমিও উঠে গেলাম তাঁর সাথে নামায পড়তে এবং গিয়ে তাঁর বাম পাশে দাঁড়ালাম। তিনি আমার মাথায় ধরে (আমাকে তাঁর পিছন দিকে ঘুরিয়ে) ডান পাশে এনে দাঁড় করালেন।
(বুখারী মুসলিম)
আরো জানুনঃ
(০২)
এটি মাসনুন নয়।
البحر الرائق
"(قوله: وأقله نفلا ساعة) لقول محمد في الأصل إذا دخل المسجد بنية الاعتكاف فهو معتكف ما أقام تارك له إذا خرج". ( ٢ / ٣٢٣)
সারমর্মঃ
ইমাম মুহাম্মদ রহঃ বলেছেন, যখন কেহ ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করে,তাহলে সে মু'তাকিফ,যতক্ষন পর্যন্ত সে তাহা তরক না করে।
(০৩)
কোনো গরিব মিসকিনকে সেই পরিমান টাকা আচারের মালিকের ছওয়াবের নিয়তে দান করে দিতে হবে।
(০৪)
প্রশ্নের বিবরণ মতে আপনি সেই পরিমান টাকা সরকারি কোষাগারে জমা করার ব্যবস্থা করতে পারলে করবেন,নতুবা গরিব মিসকিনকে দান করে দিবেন।