ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সংরক্ষিত কোনো গ্রন্থের পিডিএফ ফাইল পড়া যাবে না।বরং নাজায়েযই হবে।
https://www.ifatwa.info/1197 নং ফাতাওয়ায় আমরা লিখেছি যে,ফেকহী মাকালাত (আল্লামা তাকী উসমানী দাঃবাঃ)-১/২৩৬ এ বর্ণিত রয়েছে।তথা সত্ত্বর ক্রয়-বিক্রয় এবং অন্যান্য সম্পত্তির মত সত্ত্ব সংরক্ষিত কি না? সে সম্পর্কে বিশদভাবে আলোচনা রয়েছে।আমি নিম্নে সারসংক্ষেপ মূলক কিছু আলোচনা তুলে ধরছি।প্রয়জনে উক্ত কিতাবকে অধ্যয়ন করা যেতে পারে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1197
এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال- قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم
" ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না।(তালখিসুল হাবীর-১২৪৯)
আরো জানুন-https://www.ifatwa.info/3747
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু চ্যানেল গুলোর উদ্দেশ্য হল, তাদের ভিডিও অন্য কোনো চ্যানেলে ব্যবহৃত না হওয়া, তাই শুধুমাত্র নিজে শুনার স্বার্থে ভিন্ন কোনো এ্যাপ দ্বারা তাদের ভিডিওকে ডাউনলোড করা যাবে।এতে কোনো সমস্যা হবে না। তবে অন্য কাউকে শুনানো যাবে না।কেননা এতেকরে তাদের ভিউ হক নষ্ট হবে। এবং কোনো চ্যানেলেও প্রকাশিত করা যাবে না।
(২)
নেককার কোনো বুজুর্গ তথা আল্লাহর অলীর সাথে সম্পর্ক রাখাই এর সহজ সমাধান।
(৩)
এরও উপায় নেককার কোনো বুজুর্গ তথা আল্লাহর অলীর সাথে সম্পর্ক রাখা।