১. আসসালামুয়ালাইকুম,,,কিছু জায়গায় দেখলাম , কিছু মুফতি সাহেব ফতুয়া দিয়েছেন যদি কেউ নিয়ত ছাড়া কাউকে খুন করে ,,তবে কি খুন হবে না? বা সে কী মারা যাবেনা? অবশ্যই মারা যাবে,,,,সেরকম তালাক এর বিষয়ও এমন,,, নিয়ত ছাড়া তালাক দিলেও , কেনায়া শব্দ বললেও তালাক হয়ে যায়,,,এমন টি তিনি বলেছেন,,,,, অপরদিকে মুফতি ওলী উল্লাহ সাহেব বলছেন তালাক এর মজলিস ব্যাতিত, কেনেয়া শব্দে নিয়ত ছাড়া তালাক হয়না ,, এখন আমি সঠিক টা জানতে চাচ্ছি,,,,
২. গতকাল আমার স্ত্রী কি যেন বিষয়ে মন খারাপ করে ছিল,,, আমার মনে হয়েছিল সে হয়তো আমার কাছে থেকে কোনো কষ্ট পেয়েছে,,, তারপর তালাক ব্যাতিত কিছু কথা আমি নিজে নিজেই বলতে বলতে একপর্যায়ে আমি নিয়ত ছাড়া , কোনো প্রকার ঝগড়া ছাড়া এবং তালাক এর বিষয়ে কোনো কথা বলা ছাড়াই,,,গতকাল আমার স্ত্রীকে বলেছি আমার সাথে থাকতে ভালো না লাগলে , তুমি অন্য কাউকে খুঁজে দেখো,,,অন্য কাউকে বিয়ে করো,,,, এতটুকু কথার মধ্যে আমার স্ত্রী একটি কথাও বলেনি,,, এমনকি পরেও কিছু বলেনি,,,,এখন এটা কি তালাক হিসেবে গণ্য হয়েছে?? ১ নং প্রশ্নের আলোকে ব্যাখ্যা সহ ২ নং প্রশ্নের উওর যদি দিতেন,,,, আমার খুবই উপকার হতো,,,,
৩. এর আগে একসময় আমার স্ত্রী হাসির ছলে,,, ইয়ার্কি করে বলেছিল আমি বাবার বাসায় চলে যাবো, আর আসবো না,,,,,তখন এর উত্তরে আমি ঠিক কী বলেছিলাম আমার মনে নেই,,,, কিন্তু যদি এর উত্তরে ইয়ার্কি করেই বলা হয় আচ্ছা,,,,বা আচ্ছা যাও ,,,, তাহলে এখেত্রে কি তালাক পতিত হবে?? যদি পতিত হয় তবে কয় তালাক পতিত হবে? আর আমার যেহেতু মনে ছিলো না কী বলেছিলাম সেই ক্ষেত্রে এখন আমার করণীয় কি?