আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
203 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
edited by
১. আসসালামুয়ালাইকুম,,,কিছু জায়গায় দেখলাম , কিছু মুফতি সাহেব ফতুয়া দিয়েছেন যদি কেউ নিয়ত ছাড়া কাউকে খুন করে ,,তবে কি খুন হবে না? বা সে কী মারা যাবেনা? অবশ্যই মারা যাবে,,,,সেরকম তালাক এর বিষয়ও এমন,,, নিয়ত ছাড়া তালাক দিলেও , কেনায়া শব্দ বললেও তালাক হয়ে যায়,,,এমন টি তিনি বলেছেন,,,,, অপরদিকে মুফতি ওলী উল্লাহ সাহেব বলছেন তালাক এর মজলিস ব্যাতিত, কেনেয়া শব্দে নিয়ত ছাড়া তালাক হয়না ,, এখন আমি সঠিক টা জানতে চাচ্ছি,,,,

২. গতকাল আমার স্ত্রী কি যেন বিষয়ে মন খারাপ করে ছিল,,, আমার মনে হয়েছিল সে হয়তো আমার কাছে থেকে কোনো কষ্ট পেয়েছে,,, তারপর তালাক ব্যাতিত কিছু কথা আমি নিজে নিজেই বলতে বলতে একপর্যায়ে  আমি নিয়ত ছাড়া , কোনো প্রকার ঝগড়া ছাড়া এবং তালাক এর বিষয়ে কোনো কথা বলা ছাড়াই,,,গতকাল আমার স্ত্রীকে বলেছি আমার সাথে থাকতে ভালো না লাগলে , তুমি অন্য কাউকে খুঁজে দেখো,,,অন্য কাউকে বিয়ে করো,,,, এতটুকু কথার মধ্যে আমার স্ত্রী একটি কথাও বলেনি,,, এমনকি পরেও কিছু বলেনি,,,,এখন এটা কি তালাক হিসেবে গণ্য হয়েছে?? ১ নং প্রশ্নের আলোকে ব্যাখ্যা সহ ২ নং প্রশ্নের উওর যদি দিতেন,,,, আমার খুবই উপকার হতো,,,,

৩. এর আগে একসময় আমার স্ত্রী হাসির ছলে,,, ইয়ার্কি করে বলেছিল আমি বাবার বাসায় চলে যাবো, আর আসবো না,,,,,তখন এর উত্তরে আমি ঠিক কী বলেছিলাম আমার মনে নেই,,,, কিন্তু যদি এর উত্তরে ইয়ার্কি করেই বলা হয় আচ্ছা,,,,বা আচ্ছা যাও ,,,, তাহলে এখেত্রে কি তালাক পতিত হবে?? যদি পতিত হয় তবে কয় তালাক পতিত হবে? আর আমার যেহেতু মনে ছিলো না কী বলেছিলাম সেই ক্ষেত্রে এখন আমার করণীয় কি?

1 Answer

0 votes
by (574,470 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
তালাক স্পষ্ট বাক্য দ্বারাও হতে পারে,আবার কেনায়া শব্দ,ইঙ্গিতসূচক শব্দ দ্বারাও হতে পারে।
কেনায়া তালাক বলা হয় স্পষ্ট তালাক শব্দ না বলে বরং তালাকের ইঙ্গিতসূচক শব্দ বলে তালাক দেওয়া। 

শরিয়তের পরিভাষায় ইঙ্গিত সূচক শব্দে তালাক দেয়াটাকে বলা হয় ‘কেনায়া তালাক’ বা ইঙ্গিতসূচক শব্দ দ্বারা তালাক। আর কেনায়া তালাকের ক্ষেত্রে নিয়ত তথা তালাকের ইচ্ছা থাকা অত্যাবশ্যক। আর কেনায়া তালাক দ্বারা এক তালাকে বায়েন পতিত হয় ৷

সুতরাং যদি কেউ স্ত্রীকে এরূপ কথা বলে এবং তালাকের নিয়ত করে, তবে স্ত্রী তালাক হয়ে যাবে। আর যদি তালাকের নিয়ত না করে তাহলে তালাক হবে না। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৩৭৫)

আরো জানুনঃ  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
স্পষ্ট বাক্যে তালাক দেয়ার ক্ষেত্রে নিয়ত লাগেনা।
নিয়ত ছাড়াও তালাক হয়ে যায়।

যেমন হাদীস শরীফে এসেছেঃ 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ "

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি বিষয়ে প্রকৃতপক্ষে বললেও এবং ঠাট্টাচ্ছলে বললেও যথার্থ বলে বিবেচিত হবেঃ বিয়ে, তালাক ও রাজআত (তালাক প্রত্যাহার)।
(তিরমিজি ১১৮৪)

★কিন্তু কেনায়া বাক্যে তালাক দিলে নিয়ত আবশ্যক। 
তবে কিছু কেনায়া বাক্যের ক্ষেত্রে নিয়ত না থাকলেও তালাকের মজলিস হলে তালাক হয়ে যায়।

(০২)
আপনি যেহেতু তালাকের নিয়ত ছাড়াই এগুলো বলেছেন,তাই প্রশ্নের বিবরণ মতে এতে তালাক হবেনা।

(০৩)
প্রশ্নের বিবরণ মতে এতে তালাক হবেনা।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আমার মূল প্রশ্নের অর্থাৎ ২ ও ৩ নং প্রশ্নের সঠিক উত্তর অতিব জরুরী,,,, আমি এই বিষয়ে খুবই বিষণ্ণতায় ভুগছি,,,, আপনার উত্তরের অপেক্ষায় আছি,,,, আমাদের বৈবাহিক অবস্থা ঠিক আছে কিনা তা জানাটা খুব দরকার,,,,, অবশ্যই আপনি যথার্থ উত্তর দিয়ে আমাকে সহায়তা করবেন হুজুর,,,
by (4 points)
Jajakallahu khoiran হুজুর,,,, আমি কী এখন নিশ্চিন্ত হতে পারি? অর্থাৎ আমাদের বিবাহ জীবন নিয়ে নির্দ্বিধায় থাকতে পারি???

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...