বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُخْتُكَ هِيَ؟ فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ.
এক লোক তার স্ত্রীকে বোন বলে ডাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পেয়ে তা অপছন্দ করেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদীস ২২০৪)
সুতরাং স্ত্রীকে বোন বা খালা সম্বোধন থেকে বিরত থাকতে হবে। তবে এ কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।–আদ্দুররুল মুখতার ৬/৪১৮; ফাতহুল কাদীর ৪/৯১; আলবাহরুর রায়েক ৪/৯৮ (আপ কে মাসায়েল-৮/১২০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
স্ত্রীকে খালা ডাকলে জিহার হবে না।তবে খালা ডাকা কখনো উচিৎ হবে না। স্ত্রীকে সন্তানের নামানুসারে অমুকের মা হিসেবে ডাকাই শ্রেয়।
যদি কেউ স্ত্রীকে এ নিয়তে খালা ডাকে যে, খালা যেভাবে হারাম,স্ত্রীও সেভাবে হারাম।তাহলে তখন কিন্তু জিহার হয়ে যাবে। এমতাবস্থায় স্ত্রী হারাম হয়ে যায় যতক্ষণ না স্বামী ‘কাফ্ফারা’ আদায় করে। আর যিহারের কাফ্ফারা হচ্ছে- ধারাবাহিকভাবে দু’মাস ছিয়াম পালন করা বা ৬০ জন মিসকীনকে খাওয়ানো।– সুরা আল-মুজাদালাহ-০৩