জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
قَالَ عِفۡرِیۡتٌ مِّنَ الۡجِنِّ اَنَا اٰتِیۡکَ بِہٖ قَبۡلَ اَنۡ تَقُوۡمَ مِنۡ مَّقَامِکَ ۚ وَ اِنِّیۡ عَلَیۡہِ لَقَوِیٌّ اَمِیۡنٌ ﴿۳۹﴾
এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার আগেই আমি তা এনে দেবো, এবং এ ব্যাপারে আমি অবশ্যই শক্তিমান, বিশ্বস্ত।
(সুরা নামল ৩৯)
সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের সিংহাসন নিয়ে আনার জন্য জীনদের আদেশ করেছিলেন,তখন এই জীন উপরোক্ত কথা বলেছিলো
সুলাইমান আলাইহিস সালামের নিয়ম ছিল যে, তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত রাষ্ট্র, বিচারকাজ ও খাওয়া দাওয়ার জন্য মজলিসে বসতেন। তাই জিনটি বলেছিল, আপনি সে বসা শেষ করার আগেই আমি সে সিংহাসনটি নিয়ে হাযির হব। [ইবন কাসীর]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আয়াতে ইফ্রিত শব্দ এসেছে,যার অর্থ জীনদের মধ্যে শক্তিশালী।
সুতরাং ইফ্রিত জীন আছে,তবে জানামতে সেটি কোনো জীনের নাম নয়।
শক্তিশালী জীনদের ক্ষেত্রে এটি বলা হয়।
(০২)
যদি আকীদা বিশুদ্ধ রেখে কোনো কাজ করা হয়,আর শরীয়াহ বিরোধী কোনো কাজ না হয়,তাহলে উপরোক্ত পদ্ধতিতে রুকইয়াহ করা যাবে।
কালো যাদুর চিকিৎসা সংক্রান্ত জানুনঃ
(০৩)
কেহ কেহ এমনটি বলে থাকেন।
তবে কুরআন হাদীসের কোথাও এরকম কিছু নেই।