আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
471 views
in পবিত্রতা (Purity) by (14 points)
অজু কিভাবে করতে হয়? বিস্তারিত জানতে চাই।অজুরর পরজ ওয়াজিব,সুন্নত কি কি

1 Answer

0 votes
by (606,810 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

ওজুর নিয়মঃ-ওজুর কিছু ফরয(অত্যাবশ্যকীয় পালনীয়)  রয়েছে এবং কিছু সুন্নাত(অত্যাবশ্যকীয় নয় তবে সচরাচর রাসূলুল্লাহ সাঃ থেকে প্রমাণিত) এবং কিছু মুস্তাহাব(উত্তম ও ভালো)। এবং কিছু মাকরুহ রয়েছে যা বর্জনীয়।

ওজুর ফরয চারটি যথাঃ-

  1. চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
  2. দুনু হাত কনুই সহ ধৌত করা।
  3. দুনু পা টাখনু সহ ধৌত করা।
  4. মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।

ওজুর সুন্নাত ১৮ টি।

  1. কব্জি সহ দুনু হাত ধৌত করা।
  2. প্রথমে বিসমিল্লাহ বলা।
  3. প্রথমে মিসওয়াক করা।মিসওয়াক না থাকলে আঙ্গুল দিয়ে দাত পরিস্কার করা।
  4. গড়গড়া করে কুল্লি করা যদিও এক চিল্লু পানি দ্বারা হয়।
  5. তিন চিল্লু পানি দ্বারা নাক পরিস্কার করা।
  6. রোজাদার না হলে ভালভাবে কুল্লি ও নাকে পানি দেওয়া।
  7. রোজাদার না হলে ভালভাবে  নাকে পানি দেওয়া।
  8. ঘন দাড়ি হলে নিচের দিক থেকে এক চিল্লু পানি দ্বারা দাড়িকে খিলাল করা।
  9. আঙ্গুল সমূহকে খিলাল করা।
  10. প্রত্যেকটা ধৌতকে তিনবার করে ধৌত করা।
  11. সমস্ত মাথা একবার মাসেহ করা।
  12. দুনু কান মাসেহ করা যদিও মাথা মাসেহের পানি দ্বারা হয়।
  13. প্রতিটা অঙ্গকে মলা।
  14. এক অঙ্গ অপর অঙ্গর অভ্যাহতির পর ধৌত করা।
  15. নিয়্যাত করা
  16. কোরআনে বর্ণিত ধারাবাহিকতা রক্ষা করা।
  17. আঙ্গুলের মাথা, মাথার অগ্রভাগ  সহ প্রত্যেকটা অঙ্গের ডান দিক থেকে শুরু করা।
  18. গর্দনা মাসেহ করা(হলক্বুম ব্যতীত)।

ওজুর আদাব বা মুস্তাহাব নিয়ম-পদ্ধতি হচ্ছে।

  1. উচু স্থানে বসা।
  2. ক্বিবলা দিক করে বসা।
  3. অন্যর কাছ থেকে কোনো প্রকার সাহায্য গ্রহণ না করা।
  4. দুনিয়াবী কথাবার্তা না বলা।
  5. অন্তরের নিয়্যাত ও মুখের উচ্ছারণের মধ্যে সমন্বয় সাধন রাখা।
  6. ওজু করার সময় হাদীসে বর্ণিত দু'আ সমূহ পড়া।
  7. প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ পড়া।
  8. দুই কানের ছিদ্রে কনিষ্টা আঙ্গুল প্রবিষ্ট করা।
  9. ঢিলা আংটি নাড়া।
  10. ডান হাত দ্বারা কুলি করা ও নাকে পানি দেওয়া।
  11. বাম হাতে নাক পরিস্কার করা।
  12. মাযূর নয় এমন লোকের ওয়াক্তের পূর্বে ওজু করা।
  13. ওজুর পর কালেমায়ে শাহাদত পড়া।
  14. ওজুর পর বদনায় বেঁচে থাকা পানি থেকে কিছু পানি পান করা।এবং দু'আ পড়াঃ
اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين".
উচ্ছাঃ-আল্লাহুম্মা ইজ আলনি মিনাততাওয়াবিনা ওয়াজ আলনি মিনাল মুতাতাহহিরিন।
অর্থ- হে আল্লাহ! আমাকে ক্ষমাপ্রার্থীদের অন্তর্ভুক্ত করুন,এবং আমাকে পবিত্রদের মধ্যে শামিল করুন।

ওজু কারীর জন্য ছয়টি কাজ করা মাকরুহ।

  1. প্রয়োজনের চেয়ে বেশী পানি ব্যয় করা।
  2. প্রয়োজনের চেয়ে কম পানি ব্যবহার করা।
  3. সজোরে চেহারায় পানি মারা।
  4. দুনিয়াবী কথাবার্তা বলা।
  5. ওজর ব্যতীত ওজুতে অন্যর সাহায্য নেওয়া।
  6. নতুন পানি দ্বারা তিনবার (মাথা)মাসেহ করা।
(নুরুল ইযাহ পৃঃ২২)

কেউ যদি শুধমাত্র ফরয আদায় করে নেয় তাহলে তার ওজু হবে কিন্তু উত্তমরূপে হবেনা।উত্তমরূপে ওজু হতে হলে সুন্নাত এবং মুস্তাহাবকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।এবং মাকরুহ থেকে বেচে থাকতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 179 views
0 votes
1 answer 392 views
...