ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/6552 নং ফাতাওয়ায় বলেছি যে,
হযরত আবু আইয়ুব রাযি থেকে বর্ণিত
রাসূলুল্লাহ সাঃ বলেন,
" لا يحل لرجل أن يهجر أخاه المسلم فوق ثلاث ، يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام "
মুসলামনের জন্য জায়েয নয় যে,সে তার মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে তিনদিন অতিবাহিত করবে।সাক্ষাতে একজন একদিকে মুখ ফিরিয়ে নেবে,এবং অন্যজন অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে।তাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে,সালাম দিয়ে সাক্ষাতের সূচনা করবে।(সহীহ বোখারী-৫৭২৭ সহীহ মুসলিম-২৫৬০)
বিশেষত যখন কেউ নিকটাত্মীয় হবে,তার সাথে কথা না বলার গোনাহ আরও শক্ত পর্যায়ের।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি আপনার ভাইয়ের সাথে মিমাংশা করতে এগিয়ে যাবেন।তাকে ক্ষমা করে দিবেন।