কেনায়া বাক্য দিয়ে অনেক আগেই নাকি আমাদের এক তালাক এ বায়েন হয়ে গেছে যেটা আমরা কিছুদিন পরে জানতে পারি, এখন আমার প্রশ্ন হচ্ছে যে, এই বায়েন তালাক হউএর আগে অথবা পরে ঠিক মনে নাই, একদিন আমার সামি আমার কাছে জানতে চায় আমি কোথায় তখন আমি বলি আমি ত কলেজ যাচ্ছি, তখন আমার সামি বলে তুমি মুক্ত, তোমাকে মুক্ত করে দিছি, তুমি তোমার ইচ্ছা মত সব করবা আমি র কিছু বলব না তোমাকে
১) হুযুর একজন বলছএ তুমি মুক্ত ২ বার বললে নাকি ২ তালাক হয় এটা নাকি তালাক এর স্পষ্ট বাক্য
২) আমাদের কয় তালাক হবে যদি বলতেন
৩) এক তালাক বায়েন হউএর পর তুমি মুক্ত বলার পর কি তালাক যুক্ত হবে ,