আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আমি সব বিষয়ে হানাফী ফিকহ ফলো করি আলহামদুলিল্লাহ, এখন প্রশ্ন হলো
১/হানাফি ফিকহ অনুযায়ী জড়োসড়ো হয়ে বসে সিজদাহ দিতে আমার খুব অস্বস্তি হয়, দম বন্ধ হয়ে আসতিছে মনে হয়, এক্ষেত্রে আমি কি ইখতিলাফের অন্য কোন মত অনুযায়ী (আহলে হাদীস ভাই-বোনেরা যেটা ফলো করে,তবে ছেলেদের মত নিতম্ব এত উচু করে না,বরং যতটুকু সম্ভব নামিয়ে,প্রসঙ্গত উল্লেখ্য যে আমার নামাজের জায়গায় কোন নন-মাহরামের উপস্থিতি কখনোই থাকে না) সিজদাহ দিতে পারি?
২/পিরিয়ডের ৬-৭ দিন টানা কুরআন না পড়ার কারণে পিরিয়ডের পর মনে হয় অন্তর টা অনেক শক্ত হয়ে গেসে (তিলাওয়াত শুনার বিষয় টাও বেশ জটিল আমার জন্য, কারণ ইয়ারফোন কানে দিয়ে রাখতে পারি না,কান ব্যাথার সমস্যা আছে, আর জোরে দিয়ে শুনার মত পরিবেশ সবসময় থাকে না) প্লাস হিফজেও একটা গ্যাপ চলে আসে, এই গ্যাপ থেকে উঠতে উঠতেই দেখা যায় আরো ৬/৭ দিন চলে যায়। এভাবে মাসের অর্ধেক দেখা যায় নষ্ট করে ফেলি ( অবশ্যই আমার ঈমান ও আমলের দূর্বলতার কারণে)। এখন ইখতিলাফের অন্য একটা মত অনুযায়ী আমি পিরিয়ডের সময় কুরআন তিলাওয়াত বা হিফজ করতে পারবো কি না জানতে চাচ্ছিলাম।
বি.দ্রঃ ঢালাওভাবে সবার জন্য না, শুধু আমার ব্যক্তিগত সমস্যার জন্য আমি সব বিষয়ে হানাফী ফিকহ ফলো করলাম, কিন্তু এই দুই বিষয়ে শুধু অন্য মত ফলো করলাম। এরকম টা করা যাবে কি না মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম।