আসসালামু আলাইকুম
পরিচিত একজনের প্রশ্ন:
আমার এক হারাম প্রেমের সম্পর্ক ছিল। তো আমরা হারাম থেকে মুক্তি পেতে বিবাহের সিদ্ধান্ত নিই। কিন্তু শরিয়তের ব্যাপারে আমাদের এতো ধারণা ছিল না। তো কিছুদুর গবেষণা করে জানতে পারলাম, মেয়ের অভিভাবক ছাড়াই দুইজন স্বাক্ষীর সামনে একে অপরকে কবুল করে নিলেই হবে। কিন্তু তখন করোনার মহামারি ছিল, স্বাক্ষী ২জন কে একসাথে আনা সম্ভব হচ্ছিলো না। এর মধ্যে জানলাম মেয়ের পরিচিত একজন মোবাইলের কলের মাধ্যমে বিয়ে করেছে। আমরাও তাই সিদ্ধান্ত নিলাম। আমি এবং সেই মেয়ে সামনাসামনি দেখা করলাম, স্বাক্ষী ২ জন আমাদের সামনে উপস্থিত ছিলনা। এরপর আমি, সে এবং ২ জন স্বাক্ষী নিয়ে একটি মেসেঞ্জার গ্রুপ খুললাম। এরপর মেয়ের আইডি থেকে আমরা ভয়েস রেকর্ড করলাম, আমি বললাম, "আমি অমুককে(তার নাম উচ্চারণ করেছিলাম) বিয়ে করলাম" এবং সেই মেয়েও জবাব দিল, "এবং আমি তা কবুল করলাম"। এই ভয়েস রেকর্ড গ্রুপটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল যেখানে ২ জন স্বাক্ষী সেই রেকর্ড শুনেছে। উল্লেখ্য ২জন স্বাক্ষীই পুরুষ ছিল। আমাদের তখনকার জানামতে এই বিয়ে শুদ্ব হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ২ জনের পরিবারের কেউই এর ব্যাপারে জানতো না। কিন্তু সেদিন রাতেই আমাদের ঝগড়া হয় আমি আমি তাকে তালাক দিয়ে দিই। এরপর আবার আমাদের মিটমাট হয় এবং আমরা জানতে পারি, স্বামী-স্ত্রী তালাক দেওয়ার পর পুনরায় সংসার করতে চাইলে আবার নতুন করে বিয়ে করতে হয় না, সহবাস করলেই আবার বিয়ে শুদ্ধ হয়ে যায়। আমরাও তাই করি। কিন্তু এর কিছুদিন পর আমাদের আবার ঝগড়া হয়, অনেক ঘটনা ঘটে যা লিখে প্রকাশ করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আমার এই বিয়ে নিয়ে সন্দেহ হয় এবং আমি আল্লাহের কাছে দোয়া করি আমাদের এই বিয়ে কবুল না হয়ে থাকলে তিনি যেনো কোনো একটা নিদর্শন দেখিয়ে আমার কাছে তা পরিষ্কার করে দেন। কি নিদর্শন দেখেছিলাম মনে নেই, অনেক আগের ঘটনা। যতদূর মনে আছে কোনো এক কারণে আমি বুঝতে পারি যে এই বিয়ে আদায় হয়নি। তো এই ঝগড়া চলাকালীন সময়েই মেয়ের বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র বাছাই করে। এক পর্যায়ে তাদের বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হওয়ার পর আমিও তাকে তালাক দিয়ে দিই। কিন্তু আমি তালাক দেওয়ার ২ সপ্তাহের মাঝেই তারা বিয়ে করে নেয় এখন বর্তমানে সংসার করছে। কিন্তু পরে বুঝতে পারলাম, যদি আমাদের বিয়ে আদায় হয়ে থাকে, মেয়ের ইদ্দত শেষ হয়নি। ইদ্দত শেষ হওয়ার আগেই বিয়ে হয়ে গিয়েছে। এখন আমি ভীষন আতঙ্কিত। যদি আমাদের বিয়ে শুদ্ধ না হয়, তাহলে আমরা জিনা করেছিলাম, তা থেকে বর্তমানে তওবাও করেছি। কিন্তু যদি বিয়ে শুদ্ধ হয়ে থাকে, তাহলে তো মেয়ের বর্তমান বিয়ে শুদ্ধ না হতে পারে, এবং সে নিজের অজান্তেই এই অশুদ্ধ বিয়ে নিয়ে সংসার করবে, যার পরিণতি ভয়ংকর হতে পারে।
প্রশ্ন হলো আমাদের বিয়ে কি শুদ্ধ হয়েছিল? হয়ে থাকলে, মেয়ের বর্তমান বিয়ের সংসার কি বাতিল গণ্য হবে? হয়ে থাকলে এর সমাধান কি? এখন আমার তো মেয়ের সাথে যোগাযোগ নেই। তাকে জানানোর পথও জানিনা, এমতাবস্থায় করণীয় কি হবে?