আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
168 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (38 points)
আসসালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহি ওয়া বারকাতুহু উস্তাদ।

আমি একটা বিষয় নিয়ে অনেকদিন ধরে ভাবছি,,কিন্তু কি করবো বুজতেছি না।

আমার রিলেশন ছিলো কয়েক মাস এর।আজ থেকে ৩ বছর আগে।ছেলের আরেকটা রিলেশন ছিলো তাই আমাকে ছেড়ে দিয়েছিল।আমার প্রথম প্রেম,ভালোবাসা বলতে সেই ছিলো সব।

প্রচন্ড ধাক্কা পেয়েছি,,মানসিকভাবে অসুস্থ ছিলাম।আমি মানতে পারছিলাম না আমাকে ছেড়ে দিলো কিভাবে!যদিও আমি জানি এইটা একেবারে হারাম।

আমি তার জন্য রোজা রাখতাম,,,তাহাজ্জুদ পড়তাম।এইগুলা বলতেও খারাপ লাগছে।আল্লাহ মাফ করুক আমাকে।

সে আমার রিলেটিভ এর মধ্যে পড়ে,,,এলাকার ও।

অনেক সময় দেখা হবে,, কিন্তু এই রিলেশন এর জন্য আমি ভিতর থেকে যন্ত্রণায় আছি।

এরপরে আমি আর রিলেশন এ যাইনি আর কোনদিন যাবো ও না ইনশাআল্লাহ।
হেদায়েত পাওয়ার আগ অবদিও আমি অপেক্ষা করেছিলাম তার জন্য।

তবে এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

কিন্তু আমার কিছু অন্যায় হয়েছে যার জন্য আমি তার কাছে ক্ষমা চাওয়ার জন্য কি যোগাযোগ করতে পারি,,,আমি যাদের সাথেই খারাপ করেছি যা মনে পড়ছে সবার কাছে মাফ চেয়েছি।

আমি তার কাছে মাফ চেয়ে নতুন জীবন শুরু করতে চাই।

আমি কি তার কাছে মাফ চাওয়ার জন্য যোগাযোগ করতে পারি?

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
    
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মত নও [ইহুদী খৃষ্টান)। তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে আকর্ষণধর্মী ভঙ্গিতে কথা বলনা, যাতে যাদের মাঝে যৌনলিপ্সা আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}

وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ

অর্থ : আর তোমরা তাঁর (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। {সূরা আহযাব-৫৩}

উক্ত আয়াত সমূহে পরিস্কার ভাষায় মেয়েদের অন্যের সামনে নিজেকে প্রকাশ করতে, অপ্রয়োজনে কথা বলতে, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলতে নিষেধ করা হয়েছে। 

দ্বীনী বা বৈধ জরুরী কোন বিষয় থাকলে পর্দার আড়াল হতে কম কথায় শেষ করে নিবে। অযথা কথা বলা হারাম।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি কি বান্দার হক নষ্টের মতো তার সাথে অন্যায় করেছেন?
যেমন টাকা নিয়ে টাকা না দেয়া,না বলে তার টাকা ইত্যাদি নেয়া।   
যেই টাকা এখনো শোধ করেননি,এমন কিছু?

যদি তাই হয়,তাহলে আপনার কোনো মাহরাম পুরুষ এর মাধ্যমে  সেই টাকা তাকে ফেরত দিবেন।
আপনি তার সামনে যাবেননা।
এতে আপনার মনের মধ্যে আবারো পূর্বের বিষয় নিয়ে কষ্ট হতে পারে,ফিতনার আশংকা হতে পারে।

আর যদি তার হক নষ্ট করা মূলক কাজ না করে থাকেন,তাহলে তো এমনিতেই এভাবে তার থেকে ক্ষমা চাওয়া ইত্যাদির জন্য যাওয়ার প্রশ্নই উঠেনা।      


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (38 points)
আসসালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহি ওয়া বারকাতুহু 
টাকা নিয়ে কোনো হক নষ্ট হয়নি। কিন্ত কিছুটা ক্লোজ হয়েছি। জন্য তো হারাম আমি দেখা না করে ক্ষমা চাইতে কি পারবো?
আমি অনেক অস্বস্তিতে আছি।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...