আসসালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহি ওয়া বারকাতুহু উস্তাদ।
আমি একটা বিষয় নিয়ে অনেকদিন ধরে ভাবছি,,কিন্তু কি করবো বুজতেছি না।
আমার রিলেশন ছিলো কয়েক মাস এর।আজ থেকে ৩ বছর আগে।ছেলের আরেকটা রিলেশন ছিলো তাই আমাকে ছেড়ে দিয়েছিল।আমার প্রথম প্রেম,ভালোবাসা বলতে সেই ছিলো সব।
প্রচন্ড ধাক্কা পেয়েছি,,মানসিকভাবে অসুস্থ ছিলাম।আমি মানতে পারছিলাম না আমাকে ছেড়ে দিলো কিভাবে!যদিও আমি জানি এইটা একেবারে হারাম।
আমি তার জন্য রোজা রাখতাম,,,তাহাজ্জুদ পড়তাম।এইগুলা বলতেও খারাপ লাগছে।আল্লাহ মাফ করুক আমাকে।
সে আমার রিলেটিভ এর মধ্যে পড়ে,,,এলাকার ও।
অনেক সময় দেখা হবে,, কিন্তু এই রিলেশন এর জন্য আমি ভিতর থেকে যন্ত্রণায় আছি।
এরপরে আমি আর রিলেশন এ যাইনি আর কোনদিন যাবো ও না ইনশাআল্লাহ।
হেদায়েত পাওয়ার আগ অবদিও আমি অপেক্ষা করেছিলাম তার জন্য।
তবে এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
কিন্তু আমার কিছু অন্যায় হয়েছে যার জন্য আমি তার কাছে ক্ষমা চাওয়ার জন্য কি যোগাযোগ করতে পারি,,,আমি যাদের সাথেই খারাপ করেছি যা মনে পড়ছে সবার কাছে মাফ চেয়েছি।
আমি তার কাছে মাফ চেয়ে নতুন জীবন শুরু করতে চাই।
আমি কি তার কাছে মাফ চাওয়ার জন্য যোগাযোগ করতে পারি?