বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
শরীয়তের বিধান হলো কাউকে ধোকা দিয়ে তার থেকে টাকা নেয়া জায়েজ হবেনা।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ভুলে অন্যের নাম্বারে ফ্ল্যাক্সিলোড চলে গেলে সেক্ষেত্রে শরীয়তের বিধান হলোঃ
যে নাম্বারে ফ্লেক্সি করা হবে সে নাম্বারেই টাকা জমা হবে। ভুল নাম্বারে করা হলে ভুল নাম্বারে যাবে। এ ধরনের পরিস্থিতিতে টাকা উদ্ধার না করা গেলে দেখতে হবে ভুল কার থেকে হয়েছে। সাধারণত ফ্লেক্সিকারী গ্রাহকের নাম্বার ভিন্ন খাতায় প্রথমে নোট করা হয়। সেটা কখনো দোকানী নিজে লিখে কখনো গ্রাহকের হাতে লেখায়। দোকানী লিখলে গ্রাহকের জন্য ঐ লিখা মিলিয়ে নেওয়া কর্তব্য। এরপর খাতার নোটকৃত নাম্বারে ফ্লেক্সি না করে ভুলে অন্য নাম্বারে করলে এর ক্ষতি দোকানীর নিজেরই। এ বাবদ গ্রাহক থেকে কিছুই নিতে পারবে না। হাঁ, গ্রাহক যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কিছু দিতে চায় তবে তা নিতে বাধা নেই।
আর খাতায় যা নোট করা হয়েছে দোকানী যদি সে নাম্বারেই ফ্লেক্সি করে থাকে তবে এ ভুলের ক্ষতিপূরণ গ্রাহককে দিতে হবে। অবশ্য দোকানী খাতায় ভুল নাম্বার নোট করেছে এ কথা প্রমাণিত হলে এ ভুলের দায়দায়িত্ব দোকানীর, গ্রাহকের নয়।
(কিছু তথ্য সংগৃহীত)
★প্রশ্নে উল্লেখিত ছুরতে আসলে দোকানের সেই লোক কি নাম্বার লিখে নিয়েছিলো?
যদি লিখে নিয়েই থাকে,তাহলে কে লিখেছিলো?
দোকানদার লেখার পর আপনি কি তাহা মিলিয়ে নিয়েছিলেন?
সব ছুরতেই খাতায়/লিখিত কপিতে যদি সঠিক নাম্বারই লেখা থাকে,তারপরেও দোকানদার ভূল করে অন্যের নাম্বারে টাকা পাঠায়,তাহলে এক্ষেত্রে আপনি তাকে টাকা দিয়ে থাকলে তার থেকে পূর্ণ ১০০ টাকা পাওয়ার হক রাখেন।
,
তবে নাম্বার বলতে গিয়ে যদি আপনার ভুল হয়,বা আপনারই কোনো ভুলের কারনে প্রশ্নে উল্লেখিত সমস্যা হয়,তাহলে আপনি দোকানদার থেকে টাকা ফেরত পাবেননা।
★প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি দোকানদারেরই ভুল হয়,তাহলে আপনার জন্য করনীয় হলো সেই অতিরিক্ত টাকা উক্ত দোকানদারকে দিয়ে দেয়া।
আর যদি আপনারই ভুল হয়,তাহলে দোকানদার থেকে যতটাকা নিয়েছেন,ততটাকা সেই দোকনদারকে ফেরত দিবেন।