ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/8014 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
প্রচলিত পাইরেটেড সফটওয়্যার তথা অনুমতি বিহীন ডাউনলোড সাধারণত তিন ভাবে হতে পারে। যথা-
(১)ব্যবসায়িক উদ্দেশ্যে তথা নিজে লাভবান হওয়ার নিয়তে পাইরেটেড সফটওয়্যার বিক্রয় ও পরিবেশন করা। এটা নাজায়েয। কেননা, এর দ্বারা নির্মাতা বা আবিস্কারকের লাভের অধিকারকে হরণ করা হয়। আর হাদীসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ﻻ ﺿﺮﺭ ﻭﻻ ﺿﺮﺍﺭ ‘নিজে ক্ষতিগ্রস্ত হওয়া ও অন্যকে ক্ষতি সাধনের কোন অনুমতি ইসলামে নেই।’(সুনানে দারাকুতনী ৩০৭৯)
(২)ব্যক্তিগত উদ্দেশ্যে পাইরেসি তথা সফটওয়্যারটি নিজে ব্যবহার করা কিংবা বিক্রয় বা পরিবেশন না করে নিজেদের ব্যবস্যায়িক বা আর্থিক কাজে লাগানো। এ প্রকারের সফটওয়ারের ক্ষেত্রে যদি কপিরাইট অধিকারীর মৌন সম্মতি থাকে, তাহলে তা ব্যবহারের সুযোগ রয়েছে। বিশেষ করে মৌন সম্মতির পাশাপাশি যদি জেনুইনটি কেনার মোটেও সামর্থ্য না থাকে তাহলে মুফতিগণ এর ব্যবহার জায়েয বলে থাকেন। (ফাতওয়া দারুল উলুম দেওবন্দ fatwa ID : 903-917/N=8/1435-U)
৩- ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে নয়;বরং সর্বসাধারণের নাগালে রাখার জন্য কপিরাইটেড সফটওয়্যার ক্র্যাক করে বিক্রি করা। যদি এ এরকম নকল সফটওয়ার তৈরীর ধরুণ সফটওয়্যার কোম্পানির বড় ধরণের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে তা জায়েয হবে না।তবে যদি কোন ক্ষেত্রে এমন হয় যে, কোম্পানি সফটওয়্যার বিক্রয় করে উপযুক্ত লাভ অর্জন করে নিয়েছে।এবং যার মূল্যও নাগালের বাইরে,এখন নকল সফটওয়ার তৈরীর প্রতি কোম্পানির মৌন সমর্থন রয়েছে বা এর দ্বারা কোম্পানির কোন ক্ষতি হবে না, তাহলে এ ধরণের নকল সফটওয়্যার জায়েয তৈরী আছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১|Adobe illustrator & photoshop. premium softwer যা মাসিক টাকা দিয়ে দিয়ে চালাতে হয়,যেহেতু আপনার সামর্থ্য নাই তাই আপনি যদি Get into pc নামক website হতে এসব free download করে চালান, তাহলে এটা আপমার জন্য বৈধ হবে।
২|
উক্ত software গুলো যেহেতু Get into pc website এ Cracked করা আগে দেয়াই থাকে, তাই আপনি যদি ডাউনলোড করেনন এবং তা দিয়ে হালাল ভাবে ইনকাম করেনন, তাহলে আপনার ইনকাম হালাল হবে।
৩|
জ্বী, তাদেরও মৌন সম্মতি রয়েছে।
৪|
যেহেতু আপনার জরুরত এবং আপনার সামর্থ্য নাই।তাই আপনার জন্য জায়েয হবে।
৫|
Software cracked কে যদি কেউ কোনো কম্পানিকে ক্ষতিগ্রস্ত করার জন্য করে থাকে, তাহলে তৈরী কারীরই গোনাহ হবে। আপনি ব্যবহার করার কারণে আপনার কোনো গোনাহ হবে না।আর কম্পানির ক্ষতির উদ্দেশ্য না থাকলে,তৈরী কারীরও কোনো গোনাহ হবে না।
৬|
না, আপনাকে জবাব দিতে হবে না।
৭।
Cracked করা adobe illustrator & photoshop ব্যবহার করে হালাল ভাবে ইনকাম করলে আপনার জন্য তা জায়েয হবে।