আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১,আমার বিয়ের পর পর আধ ঘন্টা আমি আর আমার স্ত্রী নির্জনবাস করি।যেখানে স্ত্রীর দেহের উপরাংগ আমি দেখি স্পর্শ করি মুখে নিই, কাপড়ের আড়াল ছিল না উপরের অংশে।যদিওআমার বীর্যপাত হয়নি,যদিও আমাদের নিয়াত ছিল না সহবাস করার(এমনকি সহবাস করতে চাইলে করতেও পারতাম্না হয়ত স্ত্রী তখন করতে দিত না)।এমনকি আমি যতটুক করেছি আমার স্ত্রীর ওইটুক ও নিয়াত ছিল না করার। কি খালওয়াত সহীহা হয়েছে?
২,কেউ যদি বিয়ের পর আধ ঘন্টা বা দশ পনের মিনিট একত্রে নির্জনে থাকে তাহলেই কি খালওয়াত সহীহা হবে? এখানে নির্জন থাকা বলতে কি বুঝায়