আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
383 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (7 points)
আসসালামু আলাইকুম,
আমার একটি YouTube channel আছে। এটাই আমি পড়াশোনা বিষয়ক ভিডিও প্রথমে বানিয়েছি এবং অনান্য হালাল ভিডিও বানিয়েছি(vlog)। Youtube এর Google adsense থেকে টাকা ইনকাম করার আমার ইচ্ছে নাই এমনিতেও। দওয়াতে উদ্দেশ্য কিছু copyright free ইসলামিক ভিডিও আমার চেনেলে আপলোড দিয়েছি এবং এই ভিডিও গুলো অনেক view হয়েছে। এরজন্য channel  এর growth  হয়েছে।
১.
YouTube হালাল product promotion করে income করা যায়। যেহেতু দাওয়াতের উদ্দেশ্য অন্য Youtube channel ভিডিও জন্য আমার চেনেল এর subscribers  বেড়েছে তাই এমতাবস্থায় আমি নিজে কোনো ভিডিও বানিয়ে আপলোড করে এই ভিডিওতে
product promotion করে টাকা ইনকাম করে এই টাকা হালাল হবে কিনা?
২. আর আমি নিজে যদি ব্যবসা করি তাহলে নিজের ব্যবসার প্রচার এই YouTube channel করতে পারবো কি না? আমি নিজে কোনো ভিডিও বানিয়ে আপলোড করে এই ভিডিওতে  আমার নিজের ব্যবসার প্রচার করতে পারবো কি না এবং করে টাকা ইনকাম করে এই টাকা হালাল হবে কিনা?
৩.
যদি আমি দীনের দাওয়াত দিতে গিয়ে মানুষের মধ্যে পরিচিত লাভ করি। এখন আমি যদি কোনো ব্যবসা শুরু করি তাহলে এই মানুষদের মধ্যে আমার ব্যবসার প্রচার করতে পারবো কিনা এবং করে ইনকাম করলে
হালাল হবে কিনা?
৪.
যদি কোনটিই হালাল না হয়।  এখন আমি যদি কোনো ব্যবসা শুরু করি তাহলে এই মানুষদের মধ্যে আমার পরিচয় ত দিতে পারবো যে দীনি কাজ করি আমি।

৫.
যদি দাওয়াতের উদ্দেশ্যে YouTube channel ভিডিও বানাই। দাওয়াতে উদ্দেশ্যে অন্য জনে ভিডিও অনুমতিক্রমে প্রচার করি। দাওয়াতে উদ্দেশ্যে ব্যবসা করে ওই টাকা দিয়ে দান-খয়রাতে, দীন প্রচারে ব্যয় করি এবং ব্যবসায় প্রচারের জন্য YouTube channel ব্যবহার করি। সবকিছুই দীন প্রচারের উদ্দেশ্য করি তাহলে কি কোন সমস্যা হবে ?

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


শরীয়তের বিধান অনুযায়ী  যেসব ভিডিও দেখা জায়েজ নয়,সে সব ভিডিও আপলোড দেওয়া,তা থেকে ইনকাম করা, কোনোটাই জায়েজ নেই।

অন্যায় কাজ নিজে করা যেমন বৈধ নয়, তেমনি সহযোগিতা করাও বৈধ নয়। 
তাই কোনো নাজায়েজ ভিডিও আপলোড করে ইনকাম জায়েজ নেই।

আল্লাহ তায়ালা বলেন  

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যেসব ভিডিও দেখা জায়েজ,সেসব ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকামও জায়েয আছে।

প্রশ্নে উল্লেখিত সমস্ত ভিডিওই জায়েজ মনে হচ্ছে।
তাই এ সমস্ত ভিডিও আপলোড করে ইনকাম জায়েজ হবে।
শর্ত হলো, নারী বা নারী কন্ঠের ব্যবহার থাকা যাবেনা।
মিউজিক,বাদ্য-বাজনা থাকা যাবেনা।
শরীয়াহ বিরোধী কিছু থাকা যাবেনা। 

তবে উলামায়ে কেরামগন সতর্কতামূলক এহেন ইনকাম ছেড়ে দেয়ার কথা বলেছেন।  

বিস্তারিত জানুনঃ   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...