বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
না, এটা তখন শিরক হবে না।
(২)
কেউ যদি তার গার্লফ্রেন্ড কে বলে,"অন্য কারও সাথে তোমার যোগাযোগ হইলে আমার ভালো লাগে না।মনে হয় আমার পছন্দের খেলনা কেউ নিয়ে নিছে।আর কথা বলবা না অন্য কারও সাথে।"তাহলে এটা শিরক হবে না।
(৩)
"ফাতওয়া নেওয়া ছাড়া আমি এ বিপদ থেকে মুক্তি পাব না।"
এরকম কথা দ্বারা শিরক হবে না।
(৪)
আব্বু আম্মুকে খুশি করার নিমিত্তে পড়াশোনা চালিয়ে যাওয়া শিরক হবে না।
(৫)
(ক)
মাজারে শুয়ে থাকা মৃতের কাছে দুয়া করলাম যে,"আমার পরাশুনার অবস্থা ভালো করে দিন।"
এরকম কথাবার্তা শিরক।সুতরাং এজন্য অবশ্যই তাওবাহ করতে হবে।
(খ)
পড়াশোনা চালিয়ে যাবেন।
বিঃদ্রঃ
আপনি আসলে শিরকের অর্থই বুঝেননি।শিরক হল, যে ইবাদতে কোনো বান্দাকে শরীক করা।বা যে কাজ আল্লাহ ব্যতিত অন্য কেউ করতে পারে না, সেই কাজে অন্যকে শরীক করা।এগুলোই মূলত শিরক।