আসসালামু আলাইকুম, উস্তাদ!
অনেক সময় বাহিরের এলাকায় নামাজ পড়তে হয়। সেখানের ইমামের তিলাওয়াত বিষয়ে তো শিওর কিছু জানা যায়না। যদি তাকবীর ও "সামিআল্লাহু লিমান হামিদাহ" শুনে মুটামুটি বোঝা যায় যে শুদ্ধ অথবা সমস্যা আছে। সে ক্ষেত্রে কি সালাত আবার পড়তে হবে? (নামাজ পর তো ইমামের কাছে জিগ্যেস করে কনফার্ম হওয়াও তো পসিবল না)