১।আসসালামু আলাইকুম হুজুর। একটি বিষয় নিয়ে সমাধান পাচ্ছি না, দুইজন মুফতি বললেন এতে ইজাব কবুল হবে না। কিন্তু আপনি বলেছিলেন একটি ফতোয়ায় যে, সামনা সামনি কেউ কাউকে বউ বললে আর মেয়ে সম্মতিসূচক কিছু বললে ইজাব কবুল হয়ে যায়। যদি সাক্ষি থাকে দুইজন।একটু বুঝিয়ে বলবেন হুজুর?
২।ঘটনা ঃ কোন একজন নারী যদি কোন পুরুষকে বলে যে তুমি না আমার জামাই, অমুক কাজ করোনা,, তারপর ওই পুরুষ যদি বলে হ্যাঁ আমি তোমাএ জামাই / যদি বলে তুমি আমার বউ। আর সামনে যদি দুইজন সাবালক ছেলে থাকে। তাহলে কি বিয়ে হয়ে যায়?? ((ইফতার দুইজন মুফতি বলেছেন এতে ইজাব কবুল হবে না,,এখন আপনার কাছে জানতে চাই কোন দ্বিমত আছে কিন?))