আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
341 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামুআলাইকুম
উস্তাদ, যোহরের নামাজে শেষে ২ রাকাত নফল নামাজের বিধান টা কীভাবে ও কেনো আসলো?

এশার স্বলাত ১৭ রাকাত হল কেনো? সুন্নাত ৪,ফরজ ৪,সুন্নাত ২,তারপর ২ রাকাত নফল স্বলাতের বিধান কীভাবে আসলো।এবং আমরা জানি নবীজী বলেছেন তোমাদের রাতের শেষ নামাজ যেনো বিতর স্বলাত হয় কিন্তু এশার ১৭ রাকাত নামাজে বিতর পরেও আরো দুই রাকাত নামাজের কথা কেনো আসলো এবং এটা পড়া কি ঠিক হবে?

 স্বলাতুত তাসবিহ নামাজঃ উস্তাদ ইউটিউবে এক শায়েখের লেকচারে শুনিছিলাম এই নামে কোনো স্বলাত নাকি সহি হাদিসে আসে নাই এটা আদায় করা নাকি বিদআত শুনে আমি আমল করা ছেড়ে দিছি। কিন্তু উস্তাদ এটা কি আসলেই বিতআদ এর সনদ কোন পর্যায়ের?তার পর এখানের নিদিষ্ট তাসবিহ কত বার পড়তে হবে এগুলোওও নাকি বলা নেই।এখন আমি জানতে চাচ্ছি এটা কোন পর্যায়ের হাদিস এবং আমল যোগ্য কি না?

উস্তাদ, তারাবির নামাজে প্রতি ৪ রাকাত পর সলাম ফিরিয় বসে একটি
টা দুয়া পড়ার কথা আসে " সুবাহানাযিল মুলকি ওয়াল মালা খুতি.............. " এবং শেষে হাত তুলে আটেকটি দুয়া "আল্লাহহুম্মা ইন্না আসআলুকাল জান্নহ ওয়া... …......." একজন শাখের লেকচারে শুনি  তারাবির নামাজে নির্দিষ্টভাবে কোনো দুয়া নেই এই দোয়া গুলো কোনো সহি  হাদিসে নেই এগুলো ভালো অর্থ দিলেও সাওবের আাশায় পড়তে বিদআত হবে। আমি এর সঠিক মতটা জানতে চাই উস্তাদ এটা আমল করলে কি বিতআত হবে? এগুলো কি সহি হাদিসে আছে এবং আমল করা যাবে কিনা?

উস্তাদ তাহাজ্জুদ স্বলাতের আশায় বিতর না পড়ে ঘুমাই কিম্তু বেশির ভাগ দিন দেখা যায় আমি উঠতে পারিনা  ফলে বিতর কাযা হয়ে যায় তাই এখন বিতর এশার সাথেই পড়ে নেই পরে উঠতে পারলে তাহাজ্জুদ আদায় করি এতে কি আমার নবীজির হাদিস না মানার গুনাহ হবে? যে তোমরা রাতের শেষ নামাজ যেনো বিতট স্বলাহ হয়।আর রামাদনে কখন বিতর স্বলাত আাদাশ করা নবীজি ও সাহাবারা করেছেন।

উস্তাদ সূরা ইয়াসিন, ওয়াকিয়া,আর -রহমান এগুলোর বিশেষ ফযিলত বিভিন্ন বইতে পড়েছি কিন্তু যেমনঃসূরা ইয়াসিন ফজর পর পড়লে মনে আসা পূরন, বিপদ দূর হওয়া সহ আরো নানা কিছু,সূরা ওয়াকিয়া মাগরিব পর পড়লে অভাব অনটন হয় না। কিন্তু উস্তাদ এক শাখেক বল্লেন সহি হাদিস মুতাবেক এসব সূরার বিশেষ কোনো ফযিলত নেই শুধু তিলাওয়াত করলে তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে।তারপর ঘুমানোর আগে নবীজী সূরা সিজদাহ পড়তের এটা কি সহি হাদিসে আছে?

যদি কেউ কুরআন পড়িয়ে টাকা নেয় তাহলে কি সে আল্লাহ কাছে কোনো প্রতিদান পাবে?আর পড়েছি যে জীবিকার জন্য অর্থ সংগ্রহের জন্য কুরআন পড়ে সে কিয়ামতে কংকাল হয়ে উঠবে। যারা কুরআন পড়িয়ে টাকা নেয় তারা কি এর অন্ভুক্ত হবে?

জাঝাকুমুল্লাহু খইরান উস্তাদ।

1 Answer

0 votes
by (590,550 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এগুলো আল্লাহর তরফ থেকে নবী সাঃ এর মাধ্যমে এসেছে। এদ্বারা ওহীর মাধ্যমে প্রমাণিত।এখানে বিবেক বুদ্ধির কোনো হাত নেই।

(২)
এগুলো আল্লাহর তরফ থেকে নবী সাঃ এর মাধ্যমে এসেছে। এদ্বারা ওহীর মাধ্যমে প্রমাণিত।এখানে বিবেক বুদ্ধির কোনো হাত নেই।

(৩)
হযরত জাবের রাযি থেকে বর্ণিত
عن جابر رضي الله عنه قال : قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ خَافَ أَنْ لا يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَهُ وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ فَإِنَّ صَلاةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ وَذَلِكَ أَفْضَلُ )
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
যে ব্যক্তি ভয় করবে যে,সে শেষ রাত্রে ফজরের পূর্বে ঘুম থেকে উঠতে পারবে না,সে যেন রাত্রের প্রথমাংশে ঘুমানোর পূর্বে বিতির পড়ে নেয়।আর যে ব্যক্তির মনে প্রবল ধারণা থাকবে যে,সে শেষ রাত্রে উঠতে পারবে, সে যেন শেষ রাত্রেই বিতির পড়ে।কেননা শেষ রাত্রের নামায ফযিলতপূর্ণ এবং উত্তম।(সহীহ মুসলিম-৭৫৫)

ইমাম নববী রাহ উক্ত হাদীসের ব্যখ্যায় বলেন
وهذا هو الصواب ، ويُحمل باقي الأحاديث المطلقة على هذا التفضيل الصحيح الصريح ، فمن ذلك حديث : ( أوصاني خليلي أن لا أنام إلا على وتر ) . وهو محمول على من لا يثق بالاستيقاظ
উক্ত হাদীসে বর্ণিত পদ্ধতিই বিশুদ্ধ। অন্যান্য হাদীসগুলোকে এই হাদীসের আলোকেই ব্যখ্যা করা হবে।যেমন একটি হাদীস (আমাকে আমার বন্ধু ওসিয়ত করেছেন,বিতির না পড়ে যেন নাঘুমাই)এটা হল,ঐ ব্যক্তির জন্য যিনি শেষ রাত্রে উঠতে পারবেন কি না, সে ব্যাপারে পুরো নিশ্চিত নয়।(আল-মিনহাজ-৩/২৭৭)

বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/4129


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (590,550 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (3 points)
উস্তাদ আমি এখনও বুঝিনি  এশার ১৭ রাকাত নামাজে শেষে ২ রাকাত খলকি নফল এটা কি ওহীর মাধ্যমে প্রমানিত অনেক কে বলতে শুনেছি ১৭ রাকাত এশার কে বলছে এশার ফরজ ৪ রাকাত, সুন্নত ২ রাকাত বিতর ৩ রাকাত শেষ।

আর আমার বাকি উত্তর গুলো যে পাইনি উস্তাদ ওই যে তারাবির দোয়া,

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 159 views
0 votes
1 answer 156 views
...