আমার আম্মু স্বপ্নে দেখেছেন উনার একটি দাঁত নড়ে গেছে,, ( বাস্তব বিক ভাবে উনার একটি দাঁত নড়া) স্বপ্নে দেখেছেন ওটার পাশের টা নড়ে গেছে (পড়ে নি নড়ে ছে)}
তারপরের দিন স্বপ্নে দেখেছেন খুব ঝড় বৃষ্টি হচ্ছে,, এর মধ্য দিয়েই আমার একজন উস্তাদ ( যিনি ১ বছর হলো মারা গেছেন) উনি আমাদের বাড়িতে আসছেন। আর আমার বোন উনাকে হাতে ধরে আনার চাচার রুমে নিয়ে গেছে, তারপর আমার চাচী হুজুর কে দুধ দিয়ে ভাত দিয়েছেন। তখন হুজুর ভাতের প্লেট আর পানির গ্লাস নিয়ে রুম থেকে বাহির হয়ে গেছেন। তখন আমার আম্মু হুজুরের কাছে গিয়ে বলতেছেন হজুর আপনি অনেক আগে কিছু পানি আর তেল ফুঁকে দিয়েছিলেন খুব ভালো ছিল, আমাকে আরও কিছু তেল আর পানি ফুঁকে দেন। এই বলে এসে রুমে এসে দেখেন আমাদের রুমের দরজা বন্ধ, উনি দরজা খুলতে যাবেন এমন সময় সজাগ হয়ে যান।
বি দ্র; হুজুর আমাদের খুব প্রিয় ছিলেন আর জীবিতকালে আমাদের বাড়িতে প্রতি সপ্তাহে আসা যাওয়া করতেন,
এবং আসলে দুধ দিয়ে ভাত খেতেন৷ আবারো বলছি উনি প্রায় ১ বছর হলো মারা গেছেন। স্বপ্নাবস্তায় আমার আম্মু হুজুরের মুখ দেখেন নি, শুধু পাঞ্জাবী, লংগী পরিহিত শরীর আর হাতে লাঠি দেখেছেন।
১,স্বপ্নটার ব্যাখ্যা জানতে চাই।
২,হুজুরের জন্য আমাদের করনীয় কী?