আসসালামু আলাইকুম প্রিয় শায়েখগণ,
আমার খুব কাছের মানুষ আমার সাথে অন্যরকম ব্যবহার করছে।এমন দেখাচ্ছে সে মনে মিনে অন্য কিছু চাচ্ছে কিন্ত মুখে ডাইরেক্ট বলছেনা।ওর সব কিছু অনেক কিছু বুজাচ্ছে আমি ওকে বললে ও বলে ভুল বুজতেছি আমি।আমার এখন ওর সব কছু নিয়ে সন্দের লাগছে।ও আমাকে দেওয়া আলাহ কসম বলে দেওয়া কথা রাখা নিয়েও অনেক হেরফের হয়েছে।আমি এখিন এইসব বিষয় নিয়ে মানসিকভাবে সমস্যায় আছি।কীনো উপায় না পেয়ে অকে বলেছি তোমার সাথে আমার ফাইনাল কথা হবে। তুমি যখন ওয়াদা দিয়েও কথা হেরেফের করছো আমি আর তোমার কসম বিশ্বাস করিনা।
কোরান ছুতে তোমাকে বলতে হবে তুমি চাও কি এবং কেনই বা এম্ন করছো।এবং আমি যা যা জানা জিজ্ঞেস করবো তার উত্তর দিবে।
আমি কোনো উপায় না পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছি।এমনটা করা কি উচিত হিবে আমার?
আমার কাছে এই ছাড়া আর কোনো উপায় নাই।
বিদ্রঃ সে আমার কথায় রাজি হয়েছে বলছে ধরবো ঠিক আছে,আগে কোনো হুজুরের কাছে জিজ্ঞেস করো এমনটা করা যাবে কিনা
প্রিয় শায়েখগণ দয়া করে আমাকে জানাবেন