জবাবঃ-
যদি দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষীর সম্মুখে ইজাব কবুল হয়,মুখে হোক বা লিখিত হোক,বিয়ে হয়ে যাবে।মাতাপিতা জানুক বা না জানুক।তবে ছেলের কু'ফু নিম্ন মানের হলে মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।
আর যদি সাক্ষী উপস্থিত না থাকে,তাহলে বিয়ে হবে না।
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।অনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলে মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।
বিস্তারিত জানুন- 2730