আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ,
১/ কোন এক মেয়েদের বাড়িতে একটা মহিলা কাজ করতো অনেক বছর
, তিনি মারা গেছেন এই ৩/৪ বছর হয়েছে , ঐ মহিলাকে সবাই চাচী বলে ডাকতেন , ঐ মেয়ের ভাই গতকাল স্বপ্নে দেখেছে যে , ঐ চাচী তাদের বাড়িতে আগের মতই কাজ করছে এবং কাজ করতে করতে হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়েন এবং সবাই নিয়ে তাকে শোয়ায়ে দিয়েছেন , এবং ঐ মেয়ের ভাই কিছু পানি এনে দিয়ে বলতেছে , চাচী এটা খাও তুমি ভালো হয়ে যাবে , আর তার আশেপাশে যারা সেবা করছিলেন তারা অনেক খুশি হয়েছেন যে এই পানি খেলে ভালো হয়ে যাবে ।
এই স্বপ্নটির ব্যাখ্যা কি উস্তাদজী , ঐ মহিলার (চাচীর) জন্য কি কিছু করতে হবে?
২/ আজকাল দেখা যায়, প্রায় বিয়ে হলুদ দেওয়া হয় , অপসংস্কৃতি বললেও কেউ মানে না ,বলে এমনি দিচ্ছি ইসলামে এটি সমর্থন কতটুকু , গোনাহ হবে কি ?
৩/ মেয়ে বাড়িতে ছেলেরা আসে বিবাহের সময় অনেক লোক নিয়ে তাদের পক্ষ থেকে , খেয়ে দেয়ে মেয়ে নিয়ে যায় , মেয়ে পক্ষ থেকে খুশি হয়ে খাট পালঙ্ক বিভিন্ন তৈজসপত্র দেয় এগুলো ইসলামের কেমন বিয়ে ? জায়েয কতটুকু ?
৪/ একজন মেয়ের জন্য সহীহ সুন্নাহ বিয়ে কোনটি ? পদ্ধতি কি কি ছেলে বাড়ি যাওয়ার পূর্বে পর্যন্ত ।
ওয়ালিমা কোনটি , ? আজকাল খাওয়া দাওয়া হয় মেয়ে বাড়িতে অথচ জানতাম ছেলেদের সব খরচ হয় ইসলামে ।
৫/ কোন মেয়ে যদি বলে আমি ৭ ভরি স্বর্ণ নিচে বিয়ে করবো না তবে কি সেটা জায়েয হবে ?
মোহরানা যদি মেয়ের অধিকার হয় তবে কি সে যা খুশি তাই ধরতে পারে?
৬/ কোন মেয়ের ১২ দিন ১২ রাত পাক থাকল এবং এরপর ব্লিডিং আসলো সেটা তো তাহলে ইস্তেহাযা গন্য হবে এবং আরো ৩ দিন ৩ রাত ইস্তেহাযা ধরে মোট ১৫ দিন সালাত, কুরআন পড়লো , এরপরে ও ব্লিডিং চলতেছে , তো ১৫ দিন ১৫ রাত ধরার পরে বাকি দিন গুলো হায়েজ ধরে সালাত কুরআন পড়া বাদ দিয়েছে , এবং পরে দেখা গেছে ২ দিন ২ রাত থাকতে সে সম্পূর্ণ সুস্থ এবং পাক তবে এ ক্ষেত্রে তার দুটোই ইস্তেহাযা ধরতে হবে সূত্র অনুযায়ী ?
যদি ইস্তেহাযা ধরে তবে তো ফরয গোসলের ও দরকার নেই , সে এমনিতেই আবার সালাত কুরআন পড়তে পারবে ।
তাই না উস্তাদজী ? <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_220308_125045_235.sdoc-->