আমার মনের মধ্যে তালাকের ওয়াসওয়াসার কারণে শর্তযুক্ত তালাক চলে আসতো। তখন একটি কাজের উপর মনে মনে শর্তযুক্ত তালাক চলে এসেছিল কি না আমি নিশ্চিত নয়। তাই, নিজের মনকে শান্ত করার জন্য সেই কাজটি আমি করেছি৷ যখন কাজটি শেষ করেছি তখন উচ্চারণ করে বলে ফেলেছি যে, "এটা আর করবো না।" - শুধু এতটুকুই বলেছি। সাথে তালাকের কথা উল্লেখ করেনি। হয়তো তালাকের ব্যাপারটা মনে মনে এসেছে। কিন্তু উচ্চারণ করিনি।
এখন যদি আমি আবার সেই কাজটি করি তাহলে কি শর্তযুক্ত তালাক হয়ে যাবে?
আমার মনের মধ্যে তালাকের ওয়াসওয়াসার কারণে শর্তযুক্ত তালাক চলে আসতো। তখন একটি কাজের উপর মনে মনে শর্তযুক্ত তালাক চলে এসেছিল কি না আমি নিশ্চিত নয়। তাই, নিজের মনকে শান্ত করার জন্য সেই কাজটি আমি করেছি৷ যখন কাজটি শেষ করেছি তখন উচ্চারণ করে বলে ফেলেছি যে, "এটা আর করবো না।" - শুধু এতটুকুই বলেছি। সাথে তালাকের কথা উল্লেখ করেনি। হয়তো তালাকের ব্যাপারটা মনে মনে এসেছে। কিন্তু উচ্চারণ করিনি।
এখন যদি আমি আবার সেই কাজটি করি তাহলে কি শর্তযুক্ত তালাক হয়ে যাবে?