আসসালামু আলাইকুম।
জনাব,
গত বছর থেকে আমার জীবনে এমন কিছু সমস্যা হচ্ছে যা আমি নিজের থেকে কিছু বুঝে উঠতে পারছিনা। আমি সাভাবিক ভাবে সুস্থ।
১. কুফরি জাদু দারা আক্রান্ত হলে কি, আমি আমার মনে কি চিন্তা করছি অর্থাৎ আমার মনের কথা এইগুলো কি যাদুকারি ব্যাক্তি জানতে পারবেন?
২. জাদু দারা কি আমার মন এবং আমার চিন্তা পরিবর্তন করা সম্ভব? অর্থাৎ হঠাৎ করে আমার কারো কথা চিন্তা করে কষ্ট হচ্ছে আবার তা কিছুদিন পর ঠিক হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর একই সমস্যা হচ্ছে।
৩. আমার এলাকার এক খুব কাছের প্রতিবেশি ভাই তিনি আমাকে এক রমাদান মাসে জিন দেখেছে, সাপ দেখেছে এবং এই ধরনের অনেক আজগবি কথা বলেছিলেন। তারপর তিনি আমাকে আরও বলতেন উনার আত্তিও নাকি কুফরি জাদু করেন। এই ব্যাপার টা উল্লেখ করার কারন হলো, যদি কেউ কুফরি জাদু সম্পর্কে না জেনে থাকে তাহলে কি তাকে কুফরি করা সম্ভব? আর আমি এই কুফরি জাদূ সম্পর্কে সম্পুর্ন গ্যান এনাদের কাছে থেকেই পাই। এনারা ছোট বেলা থেকেই আমাকে বলতেন চুল এইগুলো দারা কূফরি করা সম্ভব।
৪. আমি হঠাৎ করে অসুস্থ হই আবার কিছুদিন পর ঠিক হয়ে যাই। অসুস্থ থাকা অবস্থায় মনে হয় আমার মাথায় কি জেনো ভর করে আছে অনেক ভারি, ভারি মনে হয়। জর, জর মনে হয়।
৫. আমার শরীরে কিছু ক্ষত দেখা যায় মাঝে মধ্যে আবার তা ঠিক হয়ে যায়।
৬. যেই ভাইয়ের কথা আমি উল্লেখ করেছি উনি আমার খুব কাছের, উনার সাথে এই ব্যাপার গুলো সেয়ার করার পর উনি আমাকে বলেন ফযর এবং মাগরিব এই দুই সময় সুরা ইখলাস, ফালাক এবং নাস পাঠ করতে। আমি আগে জানতাম না এই তিন কুল কুফরি জাদু দারা আক্রান্ত হলে পরতে হয়, উনি আমাকে এই সুরা গুলো পরার কারন কী হতে পারে?
৭. উল্লেখ্য সমস্যা গুলো আমার এর আগেও একবার হয়েছিলো তারপর সাভাবিক হয়েছিলো, বছর খানিক পর আবারো একই জিনিস গুলো হচ্ছে।
৮. যদি আমি সত্যিই কুফরি জাদু দ্বারা আক্রান্ত হয়ে থাকি তাহলে তা আমি কিভাবে বুঝবো? আর এই জাদু দারা আক্রান্ত হলে কি এটি সারাজীবন থেকে যাবে? এর থেকে আমি পরিত্রাণ কিভাবে পাবো?
জনাব, আমার প্রস্নগুলো অনেক এবং কিছুটা অসাভাবিক কিন্তু আমি বিপদে পরে আপনার কাছে প্রস্নগুলো রেখেছি।
জাজাকাল্লাহ।