আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
613 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম।
জনাব,

গত বছর থেকে আমার জীবনে এমন কিছু সমস্যা হচ্ছে যা আমি নিজের থেকে কিছু বুঝে উঠতে পারছিনা। আমি সাভাবিক ভাবে সুস্থ।
১. কুফরি জাদু দারা আক্রান্ত হলে কি, আমি আমার মনে কি চিন্তা করছি অর্থাৎ আমার মনের কথা এইগুলো কি যাদুকারি ব্যাক্তি জানতে পারবেন?
২. জাদু দারা কি আমার মন এবং আমার চিন্তা পরিবর্তন করা সম্ভব? অর্থাৎ হঠাৎ করে আমার কারো কথা চিন্তা করে কষ্ট হচ্ছে আবার তা কিছুদিন পর ঠিক হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর একই সমস্যা হচ্ছে।
৩. আমার এলাকার এক খুব কাছের প্রতিবেশি ভাই তিনি আমাকে এক রমাদান মাসে জিন দেখেছে, সাপ দেখেছে এবং এই ধরনের অনেক আজগবি কথা বলেছিলেন। তারপর তিনি আমাকে আরও বলতেন উনার আত্তিও নাকি কুফরি জাদু করেন। এই ব্যাপার টা উল্লেখ করার কারন হলো, যদি কেউ কুফরি জাদু সম্পর্কে না জেনে থাকে তাহলে কি তাকে কুফরি করা সম্ভব? আর আমি এই কুফরি জাদূ সম্পর্কে সম্পুর্ন গ্যান এনাদের কাছে থেকেই পাই। এনারা ছোট বেলা থেকেই আমাকে বলতেন চুল এইগুলো দারা কূফরি করা সম্ভব।
৪. আমি হঠাৎ করে অসুস্থ হই আবার কিছুদিন পর ঠিক হয়ে যাই। অসুস্থ থাকা অবস্থায় মনে হয় আমার মাথায় কি জেনো ভর করে আছে অনেক ভারি, ভারি মনে হয়। জর, জর মনে হয়।
৫. আমার শরীরে কিছু ক্ষত দেখা যায় মাঝে মধ্যে আবার তা ঠিক হয়ে যায়।
৬. যেই ভাইয়ের কথা আমি উল্লেখ করেছি উনি আমার খুব কাছের, উনার সাথে এই ব্যাপার গুলো সেয়ার করার পর উনি আমাকে বলেন ফযর এবং মাগরিব এই দুই সময় সুরা ইখলাস, ফালাক এবং নাস পাঠ করতে। আমি আগে জানতাম না এই তিন কুল কুফরি জাদু দারা আক্রান্ত হলে পরতে হয়, উনি আমাকে এই সুরা গুলো পরার কারন কী হতে পারে?
৭. উল্লেখ্য সমস্যা গুলো আমার এর আগেও একবার হয়েছিলো তারপর সাভাবিক হয়েছিলো, বছর খানিক পর আবারো একই জিনিস গুলো হচ্ছে।
৮. যদি আমি সত্যিই কুফরি জাদু দ্বারা আক্রান্ত হয়ে থাকি তাহলে তা আমি কিভাবে বুঝবো? আর এই জাদু দারা আক্রান্ত হলে কি এটি সারাজীবন থেকে যাবে? এর থেকে আমি পরিত্রাণ কিভাবে পাবো?
জনাব, আমার প্রস্নগুলো অনেক এবং কিছুটা অসাভাবিক কিন্তু আমি বিপদে পরে আপনার কাছে প্রস্নগুলো রেখেছি।

জাজাকাল্লাহ।

1 Answer

0 votes
by (616,950 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
না, জানতে পারবে না। অনুভবও করতে পারবে না।

(২)
না,যাদু দ্বারা কারো মন পরিবর্তন করা সম্ভব না।

(৩)
না,এগুলো দ্বারা কুফরি করা সম্ভবপর নয়।

(৪)
আপনি ডাক্তারের শরণাপন্ন হোন।

(৫)
ডাক্তারের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন

(৬)
জ্বী, পড়তে পারেন।যদি যাদুর সমস্যা হয়, তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে।

(৭)
ভালো কোনো মুদাব্বির তথা বিজ্ঞ আলেমের শরণাপন্ন হোন।

(৮)
https://www.ifatwa.info/25685 নং ফাতাওয়ায় বলেছি যে,
যাদু টোনার চিকিৎসা।
এক নাম্বার আমল
ﻓَﻠَﻤَّﺎ ﺃَﻟْﻘَﻮﺍْ ﻗَﺎﻝَ ﻣُﻮﺳَﻰ ﻣَﺎ ﺟِﺌْﺘُﻢ ﺑِﻪِ ﺍﻟﺴِّﺤْﺮُ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺳَﻴُﺒْﻄِﻠُﻪُ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻻَ ﻳُﺼْﻠِﺢُ ﻋَﻤَﻞَ ﺍﻟْﻤُﻔْﺴِﺪِﻳﻦَ*
ﻭَﻳُﺤِﻖُّ ﺍﻟﻠّﻪُ ﺍﻟْﺤَﻖَّ ﺑِﻜَﻠِﻤَﺎﺗِﻪِ ﻭَﻟَﻮْ ﻛَﺮِﻩَ ﺍﻟْﻤُﺠْﺮِﻣُﻮﻥَ*
সূরা ইউনুস(১০)আয়াত ৮১/৮২।
(১)উপরোক্ত আয়াত ১২রাকাত তাহাজ্জুদের নামায পড়ে চার হাজার একশত বার পড়ে কোনো মিষ্টি দ্রব্যর উপর ফু দিবে।এমনভাবে যে প্রতি একশত বার পর পর তিনবার দুরুদ শরীফ পড়ে ফু দিবে। (একদিনে সম্ভব না হলে তিনদিন, পাঁচদিন এভাবে বেজোড় দিনে)
এবং পরবর্তিতে তা ঐ ব্যক্তিকে খাওয়াবে।
(২)
অথবা জাফরান কালি দিয়ে বাসনের উপর লিখে তা ধৌত করে গোসল করাবে।

(৩)বা তা লিখে গলায় বাধবে।
ইনশা'আল্লাহ সফল হবে।

প্রথমোক্ত পদ্ধতিটাই সহজ ও ভালো হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (616,950 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...