আসসালামু আলাইকুম।
আমার গতো দুইরাত ধরে একটা সমস্যা হচ্ছে। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সেই স্বপ্নর মধ্যে বলা কোনো কথা আমি ঘুমের ঘরে জোরে বলে ফেলছি। তো আমার আম্মা বলতেছে যে জীনে টীনে ধরছে নাকি! শাইখ, এটাতে কি চিন্তার কোথায় বিষয় আছে? এরকম আমার আগেও হইছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের মধ্যে বলা কোনো কথা ঘুমের মধ্যে জোরে বলে ফেলি। কখনো দেখা যায় স্বপ্নে কান্না করতেছি, ওটাই ঘুমের মধ্যে জোরে করে ফেলি। আমি খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে থুতু আর আউযুবিল্লাহ হি মিনাশ শাইত্বনির রজীম পড়ার চেস্টা করি। এছাড়া সকাল সন্ধ্যার জিকির গুলি করি, কিন্তু কখনো অলসতায় সম্পুর্ন জিকির গুলি পড়া হয়না, কিছু পড়ি তবুও। আর রাতে ঘুমানোর আগে আয়তুল কুরসি আর সূরা বাকারাহ'র শেষের দুই আয়াত পড়া হয়।
[ বিঃদ্রঃ আপনাদের স্লিপ প্যারালাইসিস নিয়ে একটা ফতোয়া পড়ছিলাম। ওইখানে মেডিকেল রিজন যেগুলো দেখানো হয়েছে সেটা দেখে আমার সাথে কিছু মিল পেলাম। যেমনঃ আমার ঘুম টা ঠিক ভাবে হচ্ছেনা কিছুদিন ধরে। একটু কম ঘুম হচ্ছে হয়তোবা আর ঘুমাতে যাওয়া হচ্ছে দেরী করে বেশ কয়দিন ধরেই। ভোররাতের দিক ঘুম ভেঙে ও যাচ্ছে বিগত দুইদিন। একদম গভীর ঘুমটা রাতে বোধহয় হচ্ছেনা। এছাড়া অল্প কিছু প্রেশার এ আছি। যেগুলো নিয়ে চিন্তা ভাবনা আর ওয়াসা ওয়াসা আসছে।]
আমার সমস্যা টি কি স্লিপ প্যারালাইসিস এর আওতায় পড়বে?