আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ,
মুহতারাম, আমি অনলাইনে একটা রান্নার বিজনেজ করতে চাইছি, যেখানে খাবার রান্না করে বিক্রি করব। এখন, এত এত আইটেমের খাবার রান্না করে ছবি তুলে আমাকে আমার পেইজে দিতে হবে, খাবারের পরিচিতির জন্য, যাতে মানুষ জানে আমি কি কি রান্না জানি। কিন্তু, এত এত খাবার রান্না করতে আমার প্রচুর টাকার প্রয়োজন, আমার কাছে এত টাকা নেই। আমি যদি সেইম খাবারের ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমার পেইজে দিই খাবার গুলোর পরিচিতির জন্য, সেক্ষেত্রে আমার এই ব্যবসা থেকে ইনকামকৃত টাকা কি হালাল হবে?