জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
নামাজের জন্য অন্যতম একটি শর্ত হলো কাপড় পাক হওয়া।
নাপাক কাপড়ে নামাজ শুদ্ধ হবেনা।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাসসির ০৪)
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ وَلاَ صَدَقَةٌ مِنْ غُلُولٍ "
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পবিত্রতা ছাড়া নামায কবুল হয় না। আর হারাম উপায়ে প্রাপ্ত মালের সাদকাও কুবুল হয় না। হান্নাদ 'বিগাইরি তুহুর' এর স্থলে ইল্লা বিতুহূর’ উল্লেখ করেছেন। (ইবনু মাজাহ– (২৭২) তিরমিজি ০১)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে প্রতি সালাতের আগে কাপড় তিনবার ধুয়ে প্রত্যেকবার নিংড়াবেন।
এরপর লিঙ্গের আশেপাশের জায়গা,সম্ভাব্য যেখানে যেখানে লাগতে পারে,সেই স্থান গুলি ধুয়ে পবিত্র কাপড়ে সালাত আদায় করবেন।
চিকিৎসা গ্রহন করবেন।