আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
122 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (42 points)
edited by
১)স্কুইড (সামুদ্রিক প্রাণী) কি খাওয়া জায়েজ ¿

২)অক্টোপাস খাওয়া কি জায়েয??

৩)তাহাজ্জুদে সিজদাহ্ তে কি বাংলায় দুয়া করা যাবে???

৪)সহবাসের সময় কি স্ত্রী কে মারধর করা,উগ্র ব্যাবহার করা, গালি দেওয়া জায়েজ???

৫)গত তিনদিন আগে সারাজীবন এর শিরক নিয়ে ভাবতে ভাবতে এমন একটা অবস্থা হয়েছিল যে যদি পরাশুনা ছেড়ে না দেই,তবে শিরক হবে।ঠিক কি নিয়ে চিন্তা করতে করতে অবস্থায় পড়েছিলাম এখন মনে নাই।
এখন যদি জীবন এর সকল শিরক এর জন্য তাওবা করি, তাইলে কি পরাশুনা চালায় যাইতে পারব???


৬)ধর্ষণের পর ভিক্টিম নারী রক্তপাতে মারা গেলে কি ধর্ষকের উপর কিসাস আসবে??

1 Answer

0 votes
by (574,050 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
স্কুইড খাওয়া জায়েজ নেই।

বিস্তারিত  জানুনঃ  

(০২)
অক্টোপাস খাওয়া জায়েজ নেই।

বিস্তারিত  জানুনঃ  

(০৩)
মনে মনে বাংলায় দোয়া করা জায়েজ আছে।
তবে উচ্চারণ করে আওয়াজেত সহিত সেজদায়ে বাংলায় দোয়া করা   হানাফি মাযহাব মোতাবেক জায়েজ নেই।
এতে নামাজ ভেঙ্গে যাবে। 

তবে অন্যান্য কিছু ইসলামী স্কলারগন অনুমতি প্রদান করেছেন।
সুতরাং তাদের মতানুসারীগন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।

আরো জানুনঃ   
,
(০৪)
এগুলোর কোনোটিই জায়েজ নেই।
এগুলো মানবতার মধ্যে পড়েনা।

(০৫)
হ্যাঁ পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
সমস্যা নেই।           

(০৬)
শরীয়তের বিধান মতে ইচ্ছাপূর্বক ভাবে ধারালো অস্ত্র দ্বারা অন্যায় ভাবে যেই হত্যা হবে,যাকে কতলে আমদ বলা হয়,সেক্ষেত্রে শুধু কিসাস আসবে।
হত্যার অন্যান্য ছুরতে কিসাস আসবেনা।
তবে অন্যান্য ছুরতে দিয়ত,কাফফারা সহ আরো কিছু বিষয় আবশ্যকীয় হবে।  
,
হাদীস শরীফে এসেছেঃ 

أَخْبَرَنَا أَبُو الْأَزْهَرِ أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ النَّيْسَابُورِيُّ قَالَ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ قَالَ أَنْبَأَنَا الْمُغِيرَةُ بْنُ مُسْلِمٍ عَنْ مَطَرٍ الْوَرَّاقِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ عُثْمَانَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِإِحْدَى ثَلَاثٍ رَجُلٌ زَنَى بَعْدَ إِحْصَانِهِ فَعَلَيْهِ الرَّجْمُ أَوْ قَتَلَ عَمْدًا فَعَلَيْهِ الْقَوَدُ أَوْ ارْتَدَّ بَعْدَ إِسْلَامِهِ فَعَلَيْهِ الْقَتْلُ 

আবূ আযহার আহমদ ইবন আযহার নিশাপুরী (রহঃ) ... ইবন উমর (রাঃ) উসমান (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তিন কারণ ব্যতীত কোন মুসলমানকে হত্যা করা বৈধ নয়ঃ (১) যে ব্যক্তি বিবাহিত হওয়া সত্ত্বেও ব্যভিচার করে, তাকে রজম করা হবে; (২) যে ব্যক্তি স্বেচ্ছায় অন্যকে হত্যা করে, তার কিসাস নেয়া হবে; (৩) যে ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়, তাকে হত্যা করা হবে।
(নাসায়ী ৪০৫৮.মুসনাদে আহমাদ)
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যিনাকারির উপর কিসাস আসবেনা।
 
তবে সে যদি বিবাহিত পুরুষ হয়,তাহলে ইসলামী শরীয়াহ মোতাবেক তার শাস্তি হবে রজম, প্রস্তরাঘাতে মৃত্যুদন্ড।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...