আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
872 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (12 points)
edited by
আসসালামু আলাইকুম।

১/ স্কুুইড খাওয়া যাবে কী?


২/ফরজ নামাজের স্বলাতে ক্বিরাত মেলানোর সময় একটা সূরার প্রথম আয়াত পড়ে আরেকটা সূরা শুরু থেকে পড়া শুরু করলে নামাজের সমস্যা হবে কি? বিঃদ্রঃ প্রথম রাকাতে যে সূরাটা পড়েছিলো, দ্বিতীয় রাকাতে ভুলে আবার সে সূরা শুরু করেছিলো বিধায় মনে পড়াতে তার পরের সূরাতে চলে গিয়েছিলো।

৩/ হায়েজ চলে এলে সেদিনের বাকি ওয়াক্তগুলো কি পরে কাযা পড়তে হবে?
 যেমন যোহরের স্বলাতের ওয়াক্ত হবার আগে হায়েয আসলো, তবে কি হায়েজ শেষ হবার পরে সে দিনের যোহর,আসর, মাগরির,ইশা উইথ বিতর, কাযা পড়তে হবে?

৪/ ফজরের ফরজ স্বলাতের প্রথম রাকাআতের চেয়ে দ্বিতীয় রাকাআত দীর্ঘ হয়ে গেলে নামাজ আদায় হবে কি? এতে কি গুনাহ্ আছে?

1 Answer

0 votes
by (682,440 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
শরীয়তের বিধান হলো মাছ ছাড়া অন্য কোন জলজ প্রাণী খাওয়া জায়েয নাই। 

সুতরাং প্রশ্নে উল্লেখিত স্কুইড যেহেতু মাছ নয়, তাই এগুলো খাওয়াও জায়েয নাই। (ফাতাওয়া হিন্দিয়া ৩/১১৪ আল বাহরুর রায়েক ৮/৪৮৫ হাশিয়ায়ে তাহতাবী ৪/৩৬০ ইমদাদুল ফাতাওয়া ৪/১১৮)
শামুক ঝিনুক ইত্যাদিরও একই হুকুম।
এগুলো খাওয়া হলো নয়।
,   
এগুলো হারাম হওয়ার অন্যতম একটি কারন হলো   এগুলো কোরআনে বর্ণিত ‘খাবায়েস’ (নোংরাবস্তু) এর অন্তর্ভুক্ত’
وَيُحَرِّمُ عَلَيهِمُ الخَبائِثَ 
‘খাবায়েস নিষিদ্ধ‘। 
(আলআরাফ ১৫৭)। 

‘খাবায়েস’ বলা হয়,
 كل ما يستخبثه الطبع 
অর্থাৎ, যা মানুষ স্বভাবত ঘৃণা করে।
 (দ্রঃ তাফসীরে কাবীর, অাযওয়াউল বায়ান, আললুবাব, আলহাবী সংশ্লিষ্ট আয়াত)।

আর মাছ ছাড়া অন্যান্য জলজ প্রাণীকে মানুষ স্বভাবতই ঘৃণা করে। সুতরাং সেগুলোও নিষিদ্ধ।

★ এ ধরণের জলজ প্রাণী রাসূলুল্লাহ ﷺ ও সাহাবায়ে কেরাম খেয়েছেন বলে প্রমাণ পাওয়া যায় না। 

অধিকন্তু হাদীসে এসেছে,
 انَّ طَبِيبًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ضِفْدَعٍ يَجْعَلُهَا فِي دَوَاءٍ فَنَهَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِهَا 
অর্থাৎ, আব্দুর রহমান বিন উসমান রাযি. থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ ﷺ জনৈক চিকিৎসককে ব্যাঙ মেরে ওষুধ বানাতে নিষেধ করেছিলেন। (আবু দাউদ ৩৮৭১)। অথচ ব্যাঙ জলজ প্রাণী।

★ আবদুল্লাহ ইবনে উমার রাযি. থেকে বর্ণিত হাদীসে এসেছে,
أحلت لنا ميتتان ودمان فأما الميتتان فالحوت والجراد وأما الدمان فالكبد والطحال
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের জন্য দু’ প্রকারের মৃত জীব ও দু’ ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দু’টি হলো মাছ ও টিড্ডি এবং দু’ প্রকারের রক্ত হলো কলিজা ও প্লীহা। (ইবনে মাজাহ ৩৩১৫, আহমাদ ৫৬৯০, দারাকুতনী ৪৬৮৭, শারহুস সুন্নাহ ২৮০৩। সনদ সহিহ।)
,
আরো জানুনঃ  
,
★তবে এক্ষেত্রে কিছু ইসলামী স্কলারদের মতবিরোধ রয়েছে। 
সুতরাং তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।             
,
(০২)
নামাজ হয়ে যাবে।

,
(০৩)
না,বাকি ওয়াক্ত গুলোর কাজা আদায় করতে হবেনা।
,
(০৪) 
ফজরের ফরজ স্বলাতের প্রথম রাকাআতের চেয়ে দ্বিতীয় রাকাআতের কিরাআত  দীর্ঘ হয়ে গেলে নামাজ আদায় হয়ে যাবে।
কোনো গুনাহ নেই।
তবে এটি অনুত্তম।

ফাতাওয়ায়ে শামীতে এসেছেঃ
   
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 542):
"(وإطالة الثانية على الأولى يكره) تنزيهاً (إجماعاً إن بثلاث آيات) إن تقاربت طولاً وقصراً، وإلا اعتبر الحروف والكلمات. واعتبر الحلبي فحش الطول لا عدد الآيات، واستثنى في البحر ما وردت به السنة، واستظهر في النفل عدم الكراهة مطلقاً (وإن بأقل لا) يكره، «لأنه عليه الصلاة والسلام صلى بالمعوذتين».
সারমর্মঃ
 প্রথম রাকাতের তুলনায় ২য় রাকাত লম্বা করা সর্বসম্মতিক্রমে  মাকরুহে তানযিহি। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 57 views
...