আমার এখনো বিয়ে হয়নি। কয়দিন পর বিয়ে।আমি বসেছিলাম একা একা হটাঠ আমার মনে আসে যে আমি বলি একটা তালাকের শর্তযুক্ত বাক্য তো আমি বলি যে,আমি অমুক কাজ করলে ওর সাথে আমার বিয়ের পর তালাক। এখন বাক্য টা আমি মুখে উচ্চারণ করতে চাইনি আমার মনে এইরকম বাক্য এর ওয়াসওয়াসা আস্তেছিলো,আমার নাক বন্ধ ছিলো তাই মুখ খুলা ছিলো কিন্তু জিহবা নরেছিলো কিনা আমি জানিনা আমার মনে পরছেনা আমি উচ্চারণ করেছিলাম কি করিনি।আমার শর্ত দেয়ার কোন নিয়ত নেই ওয়াস্বাসা আসছে মনে এখন আমি ওয়াসওয়াসার কারনে বাক্য টা কি উচ্চারণ করে ফেললাম কিনা এই ভয় হচ্ছে অনেক।আমার এক্টুও মনে নেই উচ্চারণ করেছি কি করিনি।
১.এখন আমার প্রশ্ন হচ্ছে উচ্চারণ করেছি কি করিনি এরকম সন্দেহ থাকার কারণে কি তালাকের শর্ত পরবেনা?আমি কোনো শর্ত দিতে চাইনি বেপারটা ওয়াসওয়াসা থেকে হয়েছে।
২.উচ্চারণ করলে কি নিজ কানে শুনতে হবে? আমি সিওর যে আমি কিছু শুনিনি।কিভাবে উচ্চারণ করে বললে এটা কারযকর হবে?