বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ইবনে তাইমিয়্যাহ রাহ আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এক বিদগ্ধ গবেষক ছিলেন। উনি হাম্বলী মাযহাবের অনুসারী ছিলেন।তবে কিছু মাস'আলায় তিনি জুমহুর তথা অধিকাংশ উলামার খেলাফ মতামত পোষণ করেছেন।
(২)
আপনার বর্ণনা সম্পর্কে আমরা জানিনা।আপনি আপনার বর্ণনার রেফারেন্স দিবেন।জাযাকাল্লাহ। তারপর আমরা খুজে দেখবো।
(৩)
এটা সঠিক নয়।
(৪)
এটাও আমরা জানিনা।
(৫)
কিতাবের পৃষ্টা নাম্বার এবং প্রকাশনীর নাম আমাদেরকে কমেন্টে জানাবেন।আমরা তত্ব তালাশ নিয়ে দেখবো।
(৬)
এ সম্পর্কেও আমরা জানিনা।রেফারেন্স দিবেন।
(৭)
এ সম্পর্কে আমরা জানিনা।আমাদেরকে রেফারেন্স দিবেন।
(৮)
জ্বী, উনার বক্তব্য সঠিক।
(৯)
https://www.ifatwa.info/32423 নং ফাতাওয়ায় বলেছি যে,
প্রথম বৈঠকে তাশাহুদের পর যদি কেউ দরুদ অতিরিক্ত পড়ে ফেলে, তবে তাকে সাহু সিজদা দিতে হবে। তবে ইমামের সাথে থাকলে দিতে হবে না।
আর যদি মাসবুক সালাতে ইমামের সাথে শেষ বৈঠকে তাশাহুদ এর পর, দুরুদ পড়ে নেয়, মাসবুকের উপর সাহু সিজদাহ আসবে না।
সাহু সেজদার উত্তম পদ্ধতি সম্পর্কে ফুকাহায়ে কেরামদের অনেক মতবিরোধ রয়েছে।তন্মধ্যে সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে ফাতওয়ায়ে হিন্দিয়াতে অত্যান্ত সারগর্ভ আলোচনা করা হয়েছে।
নিম্নে তা উল্লেখ করা হল......
وَالصَّوَابُ أَنْ يُسَلِّمَ تَسْلِيمَةً وَاحِدَةً وَعَلَيْهِ الْجُمْهُورُ وَإِلَيْهِ أَشَارَ فِي الْأَصْلِ، كَذَا فِي الْكَافِي وَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ، كَذَا فِي الزَّاهِدِيِّ وَكَيْفِيَّتُهُ أَنْ يُكَبِّرَ بَعْدَ سَلَامِهِ الْأَوَّلِ وَيَخِرَّ سَاجِدًا وَيُسَبِّحَ فِي سُجُودِهِ ثُمَّ يَفْعَلَ ثَانِيًا كَذَلِكَ ثُمَّ يَتَشَهَّدَ ثَانِيًا ثُمَّ يُسَلِّمَ، كَذَا فِي الْمُحِيطِ.
وَيَأْتِي بِالصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -
অর্থাৎ-সেজদায়ে সাহুর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে, শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর এক সালাম ডানদিকে ফিরাবে, অতঃপর আল্লাহু আকবর বলে সেজদায় চলে যাবে, এবং সেথায় (নামাযের সেজদার তাসবীহের মত)তাসবীহ পাঠ করবে,এবং এভাবে দ্বিতীয় সেজদাও আদায় করবে,অতঃপর তাশাহুদ ও দরুদ শরীফ পড়ে সালাম ফিরাবে,।