আমরা প্রস্তাব দেই এবং গ্রহণ করি।সে প্রবাসে থাকায় তার সাথে শুধুমাত্র ফোনে কথা বলা পর্যন্ত সম্পর্ক সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে আমি এই হাদিসটা দেখি... এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেই।
আইশা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অভিভাবকের অনুমতি ব্যতীত কোন মহিলা বিয়ে করলে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল.........
জামে' আত-তিরমিজি, হাদিস নং ১১০২ হাদিসের মান: সহিহ হাদিস।
তাই সে তার বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায়।এর মাঝেই তার বাবা ইন্তেকাল করেন। একমাত্র অভিভাবক হয়ে যান তার বড় ভাই এবং একজন আত্মীয়ের মাধ্যমে জানান যে তিনি এই বিয়েতে রাজি নন এই সম্পর্কে আর কথা বাড়াতে চান না।
আমার প্রশ্ন হচ্ছে এই বিয়েটা কি হয়েছিল??বিয়েটা হয়ে থাকলে এখন আমার করণীয় কি??বিয়ে হয়ে থাকলে তার পরিবার থেকে না মানলে আমার কি করতে হবে?? আর যদি বিয়ে নাও হয়ে থাকে তাহলেও আমার করণীয় কি???