আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
400 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
পিতা বা মাতা যদি দ্বীনদার সন্তানের দ্বীন পালন নিয়ে এমন কোন উক্তি করেন-
১. হুযুর মাওলানা
২.১৪০০ বছর আগে ফিরে যেতে চাও নাকি?সেই দিন আর আছে?
৩.বায়তুল মোকাররম এর খতিব ও তো এমন না
৪.প্যান্টটা গুটায়ে হাটুর উপর তুলে ফেল(টাখনুর উপর প্যান্ট দেখে)
৫.দাড়ির জন্য দেখতে বিশ্রী লাগে
তবে কি সেই পিতা বা মাতা কাফির?যদি কাফির হয়ে থাকে,তাদের মাঝে বিয়ে তো ভেঙে যাওয়ার কথা।তাহলে কি আবার বিয়ে করতে হবে?

1 Answer

0 votes
by (606,150 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অসম্মান বা কাউকে নিচু করে অপমানজনক কথা বলা নাজায়েয। এটি ফাসেকী তথা গোনাহের কাজ। সুতরাং কোনো দ্বীনদ্বার বা আলেমকে গালি দেয়া সেতো আরো জঘন্য কাজ,তাতো আর বলার অপেক্ষা রাখে না।

কাউকে কটাক্ষ করার দু’টি কারণ হতে পারে। যথা-

১-ব্যক্তিগত কোন শত্রুতার কারণে।

২-দ্বীনদার হবার কারণে।

প্রথম প্রকারের ক্ষেত্রে কুফরী হবে না।

কিন্তু যদি কোনো ব্যক্তিকে তার দ্বীনদারিত্বর কারণে অপমান করা হয়,কটাক্ষ করা হয়, তাহলে এটি কুফরী। তার ঈমান নবায়ন করতে হবে বলে অনেক ফুক্বাহায়ে কেরাম ফাতওয়া প্রদান করেছেন।ঐ ব্যক্তি তওবা না করলে ঈমানের সাথে মৃত্যু হবে কি না? এব্যাপারে ঘোর সন্দেহ আছে।

প্রশ্নের উল্লেখিত কথা গুলো দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত। সুতরাং ঈমান হারা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।। তবে স্ত্রী তালাক হয়ে যাবে এটি সর্বসম্মত মত নয়। বরং একদল ফুক্বাহায়ে কেরামের মত।

প্রমাণ
مَنْ أَبْغَضَ عَالِمًا مِنْ غَيْرِ سَبَبٍ ظَاهِرٍ خِيفَ عَلَيْهِ  الْكُفْرُ، إذَا قَالَ لِرَجُلٍ مُصْلِحٍ: ديدا روى نَزِدْ مِنْ جنان است كه ديدار خوك يُخَافُ عَلَيْهِ الْكُفْرُ كَذَا فِي الْخُلَاصَةِ.

وَيُخَافُ عَلَيْهِ الْكُفْرُ إذَا شَتَمَ عَالِمًا، أَوْ فَقِيهًا مِنْ غَيْرِ سَبَبٍ، وَيَكْفُرُ بِقَوْلِهِ لِعَالِمٍ ذَكَرُ الْحِمَارِ فِي اسْتِ عِلْمِك يُرِيدُ عِلْمَ الدِّينِ كَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ (الفتاوى الهندية، كتاب السير، الباب التاسع فى احكام المرتدين-2/270، تاتارخانية-5/508)

وفى البزازية: فالاستخفاف بالعلماء لكونهم علماء استخفاف بالعلم والعلم صفة الله تعالى منحة فضلا على خيار عباده ليدلوا خلقه على شريعته نيابة عن رسله فاستخفاف بهذا يعلم انه الى من يعود، (الفتاوى البزازية على هامش الهندية-6/336، مجمع الانهر-2/509


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...